IPL 2022 KKR vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রেয়সের কেকেআর ও পন্থের দিল্লি।
মুম্বই: আইপিএল-১৫-র (IPL 2022) ১৬তম দিনে (১০ এপ্রিল, রবিবার), ডাবল হেডারের প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নামবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। টিম দিল্লি এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে। তার একটিতে জিতেছে পন্টিংয়ের দল। এবং বাকি ২টিতে পৃথ্বীদের কপালে জুটেছে হার। দিল্লি ক্যাপিটালসের নেট রান রেট -০.১১৬। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এ বারের আইপিএলের চারটি ম্যাচে খেলেছে। তার ৩টিতে জয় ও ১টিতে হার জুটেছে ভেঙ্কটেশ আইয়ারদের ভাগ্যে। এবং কেকেআরের নেট রান রেট +১.১০২। ফলে আগামীকালের ম্যাচে পন্থের দিল্লিকে হারাতে পারলেই রাসেলদের জয়ের হ্যাটট্রিক হবে। আর পৃথ্বীরাও চাইবেন জয়ে ফিরতে। ফলে ব্র্যাবোর্নে আগামীকাল কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এই দুই দল আইপিএলের মঞ্চে মোট ২৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে কেকেআর জিতেছে ১৬ বার এবং দিল্লি জিতেছে ১৩ বার।
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি (১০ এপ্রিল) আগামীকাল, রবিবার হবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিট। ম্যাচের আগে ৩ টে নাগাদ হবে।
কোথায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।
আরও পড়ুন: IPL 2022: ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করে দেওয়া হোক, চাহালের পাশে দাঁড়িয়ে বলছেন শাস্ত্রী