কলকাতা: কয়েকদিন পর ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) ৫ টেস্টের সিরিজের ঢাকে কাঠি পড়বে। কেমন হবে পারথ টেস্টে ভারতের একাদশ, তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে এক প্রেস কনফারেন্স করেন ভারতের হেড কোচ। সেখানে টিম ইন্ডিয়ার ছন্দে না থাকা এক ক্রিকেটারের হয়ে ব্যাট ধরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর মতে, ওই ক্রিকেটারের মতো প্লেয়ার বেশি দেশের কাছে নেই। কার কথা বলেছেন গৌতম?
টিম ইন্ডিয়ার শেষ হোম টেস্ট সিরিজের ৫ ম্যাচে (বাংলাদেশের বিরুদ্ধে ২টো ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টে) রোহিত শর্মা, বিরাট কোহলিদের সেই অর্থে ছন্দে দেখা যায়নি। অবশ্য শুধু তাঁরাই নন, লোকেশ রাহুলও সম্প্রতি ছন্দে নেই। তারপরও তিনি সুযোগ পেয়েছেন বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে। কয়েকদিন আগে ভারত-এ টিমের হয়ে অজি এ টিমের বিরুদ্ধে খেলার জন্য সে দেশে যান রাহুল। কিন্তু সেখানে ভারত এ টিমের হয়ে দুই ইনিংসে রাহুল করেন যথাক্রমে ৪ ও ১০ রান। তারপর প্রবল সমালোচিত হচ্ছেন তিনি। রাহুল অবশ্য এই পরিস্থিতিতে পাশে পেয়েছেন হেড কোচ গম্ভীরকে।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে রাহুলকে নিয়ে গৌতম বলেন, ‘কেএল রাহুল টপ অর্ডারে ব্যাট করতে পারে। ও তিন নম্বরে ব্যাট করতে পারে। ৬ নম্বরে ব্যাটিং করতে পারে। আর এর জন্য প্রচুর প্রতিভার প্রয়োজন। ওডিআইতে ও উইকেটকিপিংও করে। ভাবুন তো কতগুলো দেশের কাছে কেএলের মতো ক্রিকেটার রয়েছে! যদি প্রথম টেস্টে রোহিতকে না পাওয়া যায়, তা হলে কেএল আমাদের কাছে ওপেনারের বিকল্প হিসেবে থাকছে।’
এ বার দেখার সত্যিই যদি রোহিতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে না পাওয়া যায়, তা হলে রাহুল সুযোগ পান কিনা। আর সুযোগ পেলে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকে বিশেষ নজর থাকবে।