Gautam Gambhir: ভারতকে নিয়ে ভাবতে হবে না… পন্টিংকে পাল্টা বাউন্সার গৌতম গম্ভীরের

Virat Kohli-Rohit Sharma: ভারত বনাম পাকিস্তান, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মতোই ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ মানেই বাগযুদ্ধ। তুমুল কথার লড়াই। মাঠ ও মাঠের বাইরে প্রবল উত্তেজনা। সেটা শুরু হয়ে গিয়েছে। অজিদের দেশে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক করতে গেলে বিরাট-রোহিতকে লাগবে, ভালোই জানেন ভারতীয় টিমের কোচ।

Gautam Gambhir: ভারতকে নিয়ে ভাবতে হবে না... পন্টিংকে পাল্টা বাউন্সার গৌতম গম্ভীরের
Gautam Gambhir: ভারতকে নিয়ে ভাবতে হবে না... পন্টিংকে পাল্টা বাউন্সার গৌতম গম্ভীরের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 1:06 PM

কলকাতা: বল গড়াতে দেরি আছে এখনও। তাতে কী, বাগযুদ্ধ শুরু হয়ে গেল। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং তীর্যক মন্তব্য করেছিলেন বিরাট কোহলিকে নিয়ে। এ বার পাল্টা দিলেন গৌতম গম্ভীর। সাম্প্রতিক কালের সবচেয়ে কঠিন বিদেশ সফরে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে আগের দুটো টেস্ট সিরিজ জিতেছে ভারত। তাতেও তেমন স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের মাঠে ক’দিন আগে নিউজিল্যান্ডের কাছে ০-৩ সিরিজ হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারে ভারতীয় টিম। তার উপর রানে নেই বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। সিনিয়রদের টিম থেকে বাদ দেওয়ার দাবিও উঠে গিয়েছে। এতেই শেষ নয়, সদ্য ভারতীয় টিমে যোগ দেওয়া নতুন কোচ গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। চাপ যতই থাকুক, গম্ভীর কিন্তু আগ্রাসী মোডেই আছেন।

কী বলেছেন পন্টিং? আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘স্ট্যাট বলছে, বিরাট টেস্টে গত পাঁচ বছরে মাত্র দুটো সেঞ্চুরি করেছে। এটা কিন্তু চিন্তায় বিষয়। তবে যদি মনে হয় ঠিক আছে, তা হলে সব ঠিকই আছে।’ এতেই চটেছেন গম্ভীর। এটা ঘটনা যে, বিরাট রানের মধ্যে নেই। গত পাঁচ বছরে দুটো নয়, তিনটে সেঞ্চুরি করেছেন তিনি। যা চাপে রেখেছে তাঁকে। কিন্তু বিরাটের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার কখন যে রানে ফিরবেন, তা কেউই জানে না। অস্ট্রেলিয়ার মতো সিরিজে তিনিও যে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন, তাতে আর আশ্চর্য কী।

গম্ভীর কোনও রাখঢাক না করেই আক্রমণ করেছেন পন্টিংকে। ভারতীয় কোচের স্পষ্ট কথা, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত ভাবনা কীসের? ওর উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবা। আমি কিন্তু বিরাট-রোহিতকে নিয়ে কোনও দুশ্চিন্তা দেখছি না। ওরা মানসিক ভাবে অত্যন্ত কঠিন। ভারতীয় ক্রিকেটের হয়ে ওরা অনেক কিছু অর্জন করেছে। ভবিষ্যতেও ওরা অনেক কিছু অর্জন করবে।’

ভারত বনাম পাকিস্তান, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মতোই ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ মানেই বাগযুদ্ধ। তুমুল কথার লড়াই। মাঠ ও মাঠের বাইরে প্রবল উত্তেজনা। সেটা শুরু হয়ে গিয়েছে। অজিদের দেশে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক করতে গেলে বিরাট-রোহিতকে লাগবে, ভালোই জানেন ভারতীয় টিমের কোচ। তাই দুই সিনিয়রের পাশে দাঁড়িয়ে গম্ভীর বলছেন, ‘ওরা দু’জনেই প্রবল পরিশ্রম করছে। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলার প্রতি ওদের প্যাশন আজও একই রকম রয়েছে। ড্রেসিংরুমের এই খিদেটাই একটা টিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর কিন্তু টিমের মধ্যে এই খিদেটা আরও বেড়েছে।’

পারথে বল গড়ানোর আগেই গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া যদি কোণঠাসা করার চেষ্টা করে, ভারত তার পাল্টা দেবে, নিশ্চিত। মাঠের বাইরের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে।