Champions Trophy 2025: পাকিস্তানে খেলতে যাবে ভারত? বড় আপডেট দিলেন বোর্ডের শীর্ষকর্তা…

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১৭ সালের পর এই টুর্নামেন্ট আর হয়নি। পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ার পর থেকে একটাই কথা ঘুরে ফিরে লাইমলাইটে, সে দেশে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট টিম।

Champions Trophy 2025: পাকিস্তানে খেলতে যাবে ভারত? বড় আপডেট দিলেন বোর্ডের শীর্ষকর্তা...
Champions Trophy 2025: পাকিস্তানে খেলতে যাবে ভারত? বড় আপডেট দিলেন বোর্ডের শীর্ষকর্তা...
Follow Us:
| Updated on: Sep 30, 2024 | 6:20 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে যাবে? এ প্রশ্ন বহুদিনের। উত্তর কিন্তু এখনও অজানা। ঘুরে ফিরেই মাঝে মাঝে এই নিয়ে আলোচনা হয়। কানপুরে চলছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচের ফাঁকেই বিসিসিআইয়ের (BCCI) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের পাকিস্তানে (Pakistan) খেলতে যাওয়া নিয়ে দিলেন বড় আপডেট।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১৭ সালের পর এই টুর্নামেন্ট আর হয়নি। পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ার পর থেকে একটাই কথা ঘুরে ফিরে লাইমলাইটে, সে দেশে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট টিম। এ বার সেই প্রসঙ্গে আপডেট জানালেন বোর্ডের শীর্ষকর্তা রাজীব।

কানপুর টেস্টের ফাঁকে রাজীব শুক্ল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে বলেন, ‘এখনও অবধি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী যে কোনও আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে আমরা সরকারের অনুমতি নিই। সরকার ঠিক করবে যে আমাদের টিম কোন দেশে সফরে যাবে আর কোন দেশে সফরে যাবে না।’

এই খবরটিও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে টিম ইন্ডিয়া খেলতে যাবে কিনা, তা এখন পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের উপর। এই নিয়ে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এই বিষয়েও সরকার যা সিদ্ধান্ত জানাবে, আমরা সেটাই মেনে চলব।’ ভারত ও পাকিস্তান বাইশ গজে একমাত্র আইসিসি ইভেন্টেই মুখোমুখি হয়। ২০০৮ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তান সফরে যায়নি। এ বার দেখার আগামী বছর ছবিটা ঠিক কী হয়।