IPL 2022 MI Fixtures: নজর রাখুন আইপিএল-১৫-র মুম্বই ইন্ডিয়ান্সের সূচিতে
আজ রবিবার আইপিএলের দ্বিতীয় দিনের ডাবল হেডারের প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের মুখে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই: আইপিএলের (IPL) সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাঁচ বার ট্রফির স্বাদ পেয়েছে রোহিত শর্মারা। তবে গত বার মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্স পাওয়া যায়নি পোলার্ডদের থেকে। কিন্তু অতীত ভুলে ভবিষ্যতে ফোকাস করতে তৈরি মুম্বই। আজ রবিবার আইপিএলের দ্বিতীয় দিনের ডাবল হেডারের প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের মুখে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে মুম্বইয়ের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
২৭ মার্চ: বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)
২ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০মিনিট)
৬ এপ্রিল: বনাম কলকাতা নাইট রাইডার্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৯ এপ্রিল: বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৩ এপ্রিল: বনাম পঞ্জাব কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৬ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)
২১ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২৪ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৩০ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৬ মে: বনাম গুজরাট টাইটান্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৯ মে: বনাম কলকাতা নাইট রাইডার্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১২ মে: বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৭ মে: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২১ মে: বনাম দিল্লি ক্যাপিটালস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল মুম্বই। নিলাম শেষে ২৫ জনের দল গড়েছে টিম মুম্বই।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।
আরও পড়ুন: IPL 2022: ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেনের নাম বলে দিলেন পন্টিং
আরও পড়ুন: IPL 2022: রোহিত-বিরাটদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা আইপিএলে