IPL 2024: আমাকে অনেকে আটকাতে চেষ্টা করেছে, পারেনি… আইপিএলে নামার আগে কেন বললেন হার্দিক?

Hardik Pandya, Mumbai Indians: হার্দিকও খুব ভালো করে জানেন, রোহিতের পাশে এতদিন থেকেছেন যাঁরা, সেই নীল জার্সির ভক্তদের সন্তুষ্ট করতে না পারলে তাঁরা হৃদয়ে জায়গা দেবেন না তাঁকে। হয়তো মুম্বই থেকেই উত্থান তাঁর, কিন্তু রোহিতের সিংহাসনে উঠে এসেছেন। সামান্য ভুল হলে হার্দিককে পাল্টা দিতেও ছাড়বেন না তাঁরা। রোহিত-রোহিত ধ্বনি উঠবে তখন গ্যালারি থেকে।

IPL 2024: আমাকে অনেকে আটকাতে চেষ্টা করেছে, পারেনি... আইপিএলে নামার আগে কেন বললেন হার্দিক?
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 7:51 PM

কলকাতা: আইপিএলে হার্দিক পান্ডিয়ার ‘আসল’ প্রতিপক্ষ কে? চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি? কেকেআরের শ্রেয়স আইয়ার? দিল্লির ঋষভ পন্থ? বাকি ৯ টিমের কোনও ক্যাপ্টেনই হার্দিকের প্রতিপক্ষ নন। আসলে ঘরেই রয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বী! আইপিএলের প্রতি ম্যাচেই রোহিত শর্মার বিরুদ্ধে খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন নেতাকে। আর একমাসও বাকি নেই বিউগল বাজতে। কিন্তু রোহিত বনাম হার্দিক বিতর্কের আগুন এখনও জ্বলছে ধিকিধিকি। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ২৪ মার্চ হার্দিক খেলবেন তাঁর গত বারের টিম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। দলবল নিয়ে মাঠে নেমে পড়ার আগে হার্দিক কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক মুখ দাড়ি রেখেছেন। চোট থেকে সেরে উঠেছেন ঠিকই, কিন্তু এখনও মাঠে নামেননি। তাই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকছেই। তবে, মাঠে নেমে পড়েছেন হার্দিক। এক জনপ্রিয় ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক মুম্বই সমর্থকদের উদ্দেশে বলে দিচ্ছেন, ‘সাপোর্ট করো টিমকে। পুরো ভালোবাসা দাও। সেরা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাইকে আনন্দ দিতে পারব। ভালো ক্রিকেট খেলব। ট্রফি জেতার জন্য সর্বস্ব দেব।’ হার্দিকও খুব ভালো করে জানেন, রোহিতের পাশে এতদিন থেকেছেন যাঁরা, সেই নীল ভক্তদের সন্তুষ্ট করতে না পারলে তাঁরা হৃদয়ে জায়গা দেবেন না তাঁকে। হয়তো মুম্বই থেকেই উত্থান তাঁর, কিন্তু রোহিতের সিংহাসনে উঠে এসেছেন। সামান্য ভুল হলে হার্দিককে পাল্টা দিতেও ছাড়বেন না তাঁরা। রোহিত-রোহিত ধ্বনি উঠবে তখন গ্যালারি থেকে।

সুরাটের মতো ছোট শহর থেকে উঠে এসেছেন হার্দিক। মধ্যবিত্ত পরিবার থেকে ক্রিকেটার হতে গেলে কতটা কঠিন পথ পেরোতে হয়? হার্দিক বলে দিলেন, ‘কেউ যদি কঠিন পরিশ্রম করতে পারে, তাকে আটকানো যাবে না। যদি কারও মধ্যে তীব্র খিদে থাকে, প্রতিভা থাকে, কেউ আটকাতে পারবে না। বিশ্বাস করুন, শত চেষ্টা করলেও আটকাতে পারবে না। আমাকে অনেকে আটকাতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এটাই বাস্তব।’ সঙ্গে বলে দিচ্ছেন, ‘ছোট শহর থেকে উঠে এসেছি বলে কিনা, জানি না, জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। আমি যখন পেরেছি, তখন সবাই পারবে।’