IIT Baba on IPL 2025 Final: সাবালক IPL-এর ফাইনালিস্ট কারা, চ্যাম্পিয়ন কোন দল? ভবিষ্যদ্বাণী IIT বাবার

Mar 29, 2025 | 1:31 PM

কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আইআইটি বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ জিতবে পাকিস্তান। তাঁর এই ভবিষ্যদ্বাণী মেলেনি। তাতে আইআইটি বাবা দমে যাওয়ার পাত্র নন। এ বার আইপিএল (IPL) নিয়ে নিজের 'প্রেডিকশন' জানিয়েছেন তিনি।

IIT Baba on IPL 2025 Final: সাবালক IPL-এর ফাইনালিস্ট কারা, চ্যাম্পিয়ন কোন দল? ভবিষ্যদ্বাণী IIT বাবার
সাবালক IPL-এর ফাইনালিস্ট কারা, চ্যাম্পিয়ন কোন দল? ভবিষ্যদ্বাণী IIT বাবার

Follow Us

কলকাতা: কয়েকদিন আগে মহাকুম্ভে নজর কেড়েছিলেন আইআইটি বাবা (IIT Baba)। মনে পড়ে তাঁর কথা? প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভে ভাইরাল হয়েছিলেন অভয় সিং। যিনি এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন। তা ছেড়ে হয়ে যান আইআইটি বাবা। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এই আইআইটি বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে হাসি ফুটবে গ্রিন আর্মির ক্রিকেটারদের মুখে। তাঁর এই ভবিষ্যদ্বাণী মেলেনি। তাতে আইআইটি বাবা দমে যাওয়ার পাত্র নন। এ বার আইপিএল (IPL) নিয়ে নিজের ‘প্রেডিকশন’ জানিয়েছেন তিনি। ফাইনালে মুখোমুখি হবে কোন টিম? চ্যাম্পিয়ন হবে কোন টিম? এ সব নিয়ে বলেছেন আইআইটি বাবা।

২২ মার্চ শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ। টুর্নামেন্টের ফাইনাল ২৫ মে। ক্রিকেটের নন্দনকানন এ বার পেয়েছে আইপিএল ফাইনাল আয়োজনের দায়িত্ব। এখনও অবধি ১৮তম আইপিএলে ৮টি ম্যাচ হয়েছে। আজ, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে শুভমন গিলের গুজরাট টাইটান্স এবং হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। আগামিকাল অর্থাৎ, শনিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। এ সব তো টুর্নামেন্ট সংক্রান্ত কথা। একটু ফেরা যাক ফাইনাল নিয়ে আলোচনায়। সবে শুরু হওয়া সাবালক আইপিএলের ফাইনালে খেলবে কোন দুটো দল? ভবিষ্যদ্বাণী করেছেন আইআইটি বাবা।

টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং ট্রফির স্বাদ এক বারও না পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এ বারের আইপিএলের ফাইনালের মঞ্চে দেখছেন আইআইটি বাবা। বিরাট কোহলি গত ১৭ বছরের পর এ বারও আরসিবিতেই খেলছেন। এখনও অবধি দুটো ম্যাচ খেলেছে আরসিবি। তাতে জিতে আইপিএলের পয়েন্ট টেবলের মগডালে রজত পাতিদারের দল। অন্যদিকে সিএসকেও খেলেছে এখনও অবধি ২টো ম্যাচ। তাতে জয় ১টি, হার ১টি। এ বার দেখার মরসুমের বাকি অংশ দুই দলের কেমন কাটে। এবং শেষ অবধি ২৫ মে আইপিএলের ফাইনালে ইডেনে সিএসকে ও আরসিবি মুখোমুখি হয় কিনা, সেটাই দেখার। যদি তেমনটা হয়, আর তারপর আরসিবি জিতে যায়, তা হলে ফের একবার লাইমলাইটে চলে আসবেন আইআইটি বাবা।

এই খবরটিও পড়ুন

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।