IND A vs AUS A: ড্র ম্যাচে দেবদত্ত পাড়িক্কালের ১৫০, মিডল অর্ডারে কম্পিটিশন
Indian Cricket News: ভারতের মিডল অর্ডারে একটা জায়গা নিয়ে অবশ্য আলোচনা রয়েছে। করুণ নায়ারকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁর জায়গায় যেমন এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার তেমনই নতুনদের মধ্যে দেবদত্ত পাড়িক্কলের কথাও ভুললে চলবে না। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে নির্বাচকদের যেন বার্তা দিয়ে রাখলেন।

ভারতীয় দল এশিয়া কাপে খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। এর পাশাপাশি ভুললে চলবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাও। ভারতের আক্ষেপের মধ্যে রয়েছে এই ট্রফিও। এর আগে দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। যদিও দু-বারই রানার্স। গত বার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। এর অন্যতম কারণ ঘরের মাঠে খারাপ পারফরম্যান্স। সামনে বেশ কিছু সিরিজ রয়েছে। প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ভারতের মিডল অর্ডারে একটা জায়গা নিয়ে অবশ্য আলোচনা রয়েছে। করুণ নায়ারকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁর জায়গায় যেমন এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার তেমনই নতুনদের মধ্যে দেবদত্ত পাড়িক্কলের কথাও ভুললে চলবে না। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে নির্বাচকদের যেন বার্তা দিয়ে রাখলেন।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ান ডে ফর্ম্যাটে ম্যাচ খেলবে ভারত এ দল। মাল্টি ডে ফর্ম্যাটে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলছে ভারত এ দল। প্রথম ম্যাচ ড্র। প্রথম ইনিংসে বড় স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। তাদের ৫৩২ রানের জবাবে ধ্রুব জুরেল ও দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত ইনিংসে ৫৩১ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ১৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১৫০ রান করেন দেবদত্ত পাড়িক্কল।
লখনউয়ের একানা স্টেডিয়ামে এই ম্যাচে বৃষ্টিও বড় প্রভাব ফেলেছে। ওভার কমেছে অনেক। ভারত ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর অস্ট্রেলিয়া এ দল ১৬ ওভারের মতো ব্যাটিং করে। ওপেনার স্য়াম কন্টাস ২৭ ও ক্যাম্ববেল কেলাওয়ে ২৪ রানে অপরাজিত থাকেন। মাল্টি ডে ফর্ম্যাটে আরও একটি ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া এ দল। নজর থাকবে মিডল অর্ডারে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ে। আর এক ম্যাচে রান না পেলে টেস্টে কামব্যাক কঠিন হয়ে পড়বে শ্রেয়সের।
