IND vs BAN: ‘ভারত ভালো দল, কিন্তু…,’ কী বলছেন বাংলাদেশের ‘১৫০কিমি’ পেসার?

Sep 10, 2024 | 4:09 PM

India vs Bangladesh Series: পাকিস্তানে নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। প্রথম টেস্টে মাত্র ১ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। ভারত সফর নিয়ে কী বলছেন এই তরুণ পেসার?

IND vs BAN: ভারত ভালো দল, কিন্তু..., কী বলছেন বাংলাদেশের ১৫০কিমি পেসার?
Image Credit source: PTI FILE

Follow Us

ঘরে হোক বা বাইরে। টেস্ট ক্রিকেটে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে সব মিলিয় ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। এর মধ্যে ১১টি ম্যাচ জিতেছে ভারত। দুটি নিষ্ফলা। সদ্য পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম বার পাকিস্তানকে টেস্টে হারিয়েছে তারা। শুধু তাই নয়, সিরিজেও ক্লিন সুইপ করেছে। এ বার লক্ষ্য ভারতের বিরুদ্ধে টেস্টে জয়ের খাতা খোলা। পাকিস্তানে নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। প্রথম টেস্টে মাত্র ১ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। ভারত সফর নিয়ে কী বলছেন এই তরুণ পেসার?

কেরিয়ারে মাত্র তিনটি টেস্ট খেলেছেন নাহিদ রানা। এর মধ্যে ১১টি উইকেট। তবে আরও চমকে দিয়েছিলেন অভিষেক টেস্টেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে এ বছর মার্চে টেস্ট অভিষেক হয়েছিল নাহিদ রানার। ১৫০ কিমি/ঘণ্টা এবং তারও বেশি গতিতে বোলিংয়ে নজর কেড়েছিলেন। ভারত সফরেও তাক লাগাতে চান। এই তরুণ পেসার বলছেন, ‘ভারত সফরের জন্য দুর্দান্ত প্রস্তুতি সেরেছি। বেশ কয়েকদিন ধরেই অনুশীলন চলছে। যত ভালো প্রস্তুতি হবে, ম্যাচে ততটাই ভালো পারফর্ম করতে পারব।’

এই খবরটিও পড়ুন

ভারতীয় দলের বিরুদ্ধে লড়াইটা সহজ নয়। তবে নাহিদ রানা আত্মবিশ্বাসী। বলছেন, ‘ভারতীয় দল ভালো। তবে যে দল ভালো খেলবে, জিতবে তো তারাই। ওখানে গেলেই বাকিটা বুঝতে পারব।’ পাকিস্তান সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমেরও উইকেট নিয়েছেন। গত সফর নিয়ে বলছেন, ‘পাকিস্তান সফরে যাওয়ার আগে একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে কিছু করতে হবে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে তৃপ্তি হয়।’

বোলিং গতি প্রসঙ্গে বলছেন, ‘গতি আগে থেকে কখনও অনুমান করা যায় না। ছন্দের উপর নির্ভর করে। কখনও প্রত্যাশা অনুযায়ী গতি ওঠে। সবক্ষেত্রেই হবে তা নয়। একবার ছন্দ পেয়ে গেলে, গতি ধরে রাখা যায়।’

Next Article