IND vs ENG: একাধিক প্রশ্ন ও সম্ভাবনা, লিডসে কী হতে পারে ভারতের একাদশ?
India Vs England 1st Test: প্রাথমিক ভাবে ১৮ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হয়েছিল। পেস বোলিংয়ে বিকল্প বাড়াতে যোগ করা হয়েছে হর্ষিত রানাকেও। যদিও প্রথম টেস্টের একাদশ বেছে নিতে নানা প্রশ্নের মুখেই পড়তে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।

অপেক্ষার কার্যত অবসান। শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। আর প্রাথমিক ভাবনা অবশ্যই সেরা একাদশ বেছে নেওয়া। একদিকে মনে হতেই পারে, খুব সহজ। কিন্তু কিছু প্রশ্নও থাকছে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রাথমিক ভাবে ১৮ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হয়েছিল। পেস বোলিংয়ে বিকল্প বাড়াতে যোগ করা হয়েছে হর্ষিত রানাকেও। যদিও প্রথম টেস্টের একাদশ বেছে নিতে নানা প্রশ্নের মুখেই পড়তে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।
টেস্টের ক্ষেত্রে একটা কথা বারবার বলা হয়ে থাকে, ব্যাটাররা যতই রান করুক প্রতিপক্ষের ২০টা উইকেট নিতে না পারলে সবটাই বৃথা। টেস্ট জিততে ২০টা উইকেট খুবই জরুরি। আবার বোর্ডে রানও। এই সফরে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মতো দুই অভিজ্ঞ পেসার রয়েছেন। কিন্তু বাকি পেসারদের অভিজ্ঞতা বা ইংল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে খুব বেশি ধারনা নেই। মহম্মদ সামিকে জায়গা দেওয়া হয়নি স্কোয়াডে। বুমরাকেও সব ম্যাচে খেলানো হবে না।
কয়েক সপ্তাহ আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ইংল্যান্ডে নেতৃত্ব দেবেন শুভমন গিল। প্রাথমিক চিন্তা ব্যাটিং অর্ডার। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল থাকছেন। সঙ্গী কে? লোকেশ রাহুল ওপেন করলে চার নম্বরে বিরাটের জায়গা কে নেবেন? অভিমন্যু নাকি সাই সুদর্শন, কাকে সুযোগ দেওয়া হবে? এমন নানা প্রশ্ন। তার কারণও রয়েছে। প্রথম বার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন সাই। অন্য দিকে, দীর্ঘ সময় ভারত এ দলকে নেতৃত্ব দিচ্ছেন, বেশ কয়েক বার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেও অভিষেক হয়নি অভিমন্যু ঈশ্বরণের। লিডসেও কি ওয়েটিং লিস্টেই থাকতে হবে তাঁকে?
দীর্ঘ ৮ বছর পর টেস্টে কামব্যাক হয়েছে করুণ নায়ারের। ভারত এ দলের হয়ে ডাবল সেঞ্চুরিও করেছেন। তাঁকেই কি চার নম্বরে দেখা যেতে পারে? এত প্রশ্নের মধ্যে এখনও অবধি যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে যশস্বীর সঙ্গে হয়তো ওপেন করবেন লোকেশ রাহুলই। তিনে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। তবে এই পজিশনের দাবিদার অনেক। সাইয়ের লড়াই ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরণও। আবার সেকেন্ড কিপার ধ্রুব জুরেলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে এ দলের হয়ে যেমন পারফর্ম করেছেন দু-জনেই।
এতদিন এই পজিশনে ব্যাট করছিলেন শুভমন। যদিও তিনে তাঁর পারফরম্যান্স খুব একটা আশা জাগানোর মতো নয়। চার নম্বরে দেখা যেতে পারে ক্যাপ্টেন শুভমন গিলকে। পাঁচ নম্বরে দেখা যেতে পারে অভিজ্ঞ করুণ নায়ারকে। ছয়ে ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। এরপর স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আরও একটা প্রশ্ন আসছে, নীতীশ রেড্ডি নাকি শার্দূল, পেস বোলিং অলরাউন্ডার কে? শার্দূল আগেও ইংল্যান্ডে নজর কেড়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন নীতীশও। যদিও শার্দূলকেই এগিয়ে রাখা যায় প্রথম ম্যাচের জন্য। তিন পেসার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ।
প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, করুণ নায়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ





