সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রমনদীপ সিংয়ের। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছিলেন রমনদীপ। সেঞ্চুরিয়নে কলকাতা নাইট রাইডার্সের তরুণ অলরাউন্ডারের অভিষেক হয়। একটি ক্যামিও ইনিংস খেলেন। আর কেরিয়ারের প্রথম ডেলিভারিতেই খাতা খোলেন বিশাল ছয় মেরে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই আসেনি তাঁর। জোহানেসবার্গে শেষ টি-টোয়েন্টিতে ভারত মাত্র ১ উইকেট হারিয়েই ২৮৩ রান তুলে নিয়েছিল। তবে বোলিং করেছিলেন রমনদীপ। উইকেটের খাতাও খুলেছেন। প্রসঙ্গ, ছয় মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার শুরুর। আর এতে রমনদীপ ছাড়াও যাঁরা রয়েছেন…।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মেরে খাতা খোলার রেকর্ড রয়েছে এই ফরম্যাটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। তাঁর আগে বাকিদের কথা জেনে নেওয়া যাক। ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে ছয় মেরে খাতা খোলেন পাকিস্তানের পেসার সোহেল তনভীর।
তালিকায়র রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরম টেলরও। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে ছয় মেরে খাতা খুলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের আর এক ক্রিকেটার জেভিয়ার মার্শাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে একই কীর্তি গড়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম পাওয়ার হিটার কায়রন পোলার্ড ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় মেরে পথ চলা শুরু করেন। ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্টও ২০১৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ছয় দিয়েই শুরু করেন।
দক্ষিণ আফ্রিকার মাঙ্গালিসো মোসেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে ছয় মেরে টি-টোয়েন্টি কেরিয়ার শুরু করেছিলেন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক করেন। প্রথম বলেই ছয়। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও জিতে নিয়েছেন। সদ্য সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে শুধু রমনদীপই নন, অভিষেকে ছয় মেরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার আন্দিলে সিমেলানে।