India vs South Africa T20 2024: ডারবানে সাউন্ডবক্স সমস্যা, জাতীয় সঙ্গীত থামাননি সূর্যরা

IND vs SA T20I 2024, Suryakumar Yadav: সেখানে দু-দলের সমর্থকরাই একইরকম অসন্তুষ্ট। ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-টোয়েন্টি শুরু হল ডারবানে। টস অবধিও সব ঠিক ছিল। ছন্দপতন ভারতের জাতীয় সঙ্গীতে।

India vs South Africa T20 2024: ডারবানে সাউন্ডবক্স সমস্যা, জাতীয় সঙ্গীত থামাননি সূর্যরা
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 8:48 PM

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই হোঁচট। টেকনিক্যাল সমস্যায় পড়লেন আয়োজকরা। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সময়ই ভারত সিরিজ নিয়ে নানা বিতর্ক হয়েছে। এর আগে ২০২১ সফরে ডিআরএস টেকনোলজি নিয়ে স্থানীয় ব্রডকাস্টার সুপারস্পোর্টসের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। কিন্তু এ বারের টেকনিক্যাল সমস্যায় গ্যালারিও অসন্তুষ্ট হয়ে উঠল। সেখানে দু-দলের সমর্থকরাই একইরকম অসন্তুষ্ট। ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-টোয়েন্টি শুরু হল ডারবানে। টস অবধিও সব ঠিক ছিল। ছন্দপতন ভারতের জাতীয় সঙ্গীতে।

অতিথি দল ভারতের জাতীয় সঙ্গীত প্রথমে বাজানো হয়। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা সকলেই রেডি। সাউন্ডবক্সে বাজতে শুরু করেছে জন..গণ..মন…। কিন্তু কয়েক সেকেন্ড পরই বন্ধ সাউন্ডবক্স। কয়েক সেকেন্ড পর ফের সাউন্ড আসে। সেটাও স্থায়ী কয়েক সেকেন্ড। আবারও শুরু হয়, ততক্ষণে সূর্যকুমার যাদব, হার্দিকরা জাতীয় সঙ্গীত সময়ের মধ্যে শেষ করে ফেলেছেন। সাউন্ড বক্স ব্যাঘাত ঘটালেও ভারতীয় প্লেয়াররা থামেননি। বরং সূর্যদরে গাওয়া শেষের পরও চলতে থাকে ভারতের জাতীয় সঙ্গীত।

এরপরই দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত শুরু হয়। ততক্ষণে অবশ্য সাউন্ড বক্স পুরোপুরি ঠিকঠাক কাজ করছিল। কিন্তু ভারতের সঙ্গীতের সময় সাউন্ড বক্স সমস্যার কারণে ব্যাঘাত ঘটেছে। বিষয়টি প্রবল অস্বস্তিতে ফেলে উদ্যোক্তাদের। টেকনিক্যাল সমস্যা নিয়ে অন্তোষ গ্যালারিতে। ভারতীয় ক্রিকেটাররা খালি গলায়ই জাতীয় সঙ্গীত শেষ করেন। সময়ের মধ্যে খেলাও শুরু হয়। ভারতের হয়ে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা।