কলকাতা: পুনে টেস্টের তৃতীয় দিন কত দ্রুত শেষ হতে পারে কিউয়িদের ইনিংস? এই হিসেব করছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শনি-সকাল থেকেই ভারতীয় বোলারদের চেষ্টা ছিল দ্রুত নিউজিল্যান্ডকে (New Zealand) অল আউট করা। প্রথম ঘণ্টার মধ্যেই কাজটা সেরে ফেলেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছিল কিউয়িরা। তৃতীয় দিন প্রথম সেশনে কিউয়িরা ১৬.৪ ওভার খেলে ৫৭ রান করে ৫ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে কিউয়িরা ২৫৫ রানে অল আউট হয়েছে। ভারতের (India) সামনে এ বার টার্গেট ৩৫৯।
তৃতীয় দিন সকাল সকাল টম বান্ডেলকে বোল্ড আউট করেন রবীন্দ্র জাডেজা। ৯ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তিনি। এরপর মিচেল স্যান্টনারের (৪) উইকেটটিও তুলে নেন জাডেজা। তার ঠিক পরের ওভারেই টিম সাউদিকে শূন্যে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। কিউয়িদের নবম উইকেট তুলে নেন ফের জাডেজা। ১ রানে ফেরেন এজাজ প্যাটেল। আর নিউজিল্যান্ডের শেষ উইকেটটি যায় রান আউটে। ওয়াশিংটন সুন্দরের দারুণ থ্রো কাজে লাগাতে কোনও ভুল করেননি জাডেজা।
পুনেতে ৩৫৯ রান তাড়া করে রোহিত ব্রিগেড জিততে না করতে পারলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে কিউয়িরা। চতুর্থ ইনিংসে অবশ্য এর থেকে বেশি রান তাড়া করে জেতার ইতিহাস রয়েছে ভারতের। ১৯৭৬ সালে ৪০৩ রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া। পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেই ম্যাচে ৪ উইকেটে ৪০৬ রান তোলে ভারত। তারপর ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭ রানের টার্গেট তাড়া করে ৬ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। আর শেষ ২০২১ সালে ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে ৩২৮ রান চেজ করে জিতেছিল ভারতীয় টিম। ফলে পুনেতে তেমন ঘটনা ঘটলে অবাক হওয়ার থাকবে না। বরং চতুর্থ ইনিংসে ৩৫৯ রান তাড়া করে ভারতের জয় সেই তালিকায় জুড়বে।