India vs Sri Lanka: আরও দুই ক্রিকেটার হারাল শ্রীলঙ্কা, ভারতের ফোকাসে সিরিজ

প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজাকে চার নম্বরে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। অনেকের মনে হয়েছিল স্লগ ওভারের কথা মাথায় রেখে জাড্ডুকে পাঠানো হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, স্লেগ ওভারের কথা ভেবে নয়, বরং এটাই তাঁদের নতুন পরিকল্পনা।

India vs Sri Lanka: আরও দুই ক্রিকেটার হারাল শ্রীলঙ্কা, ভারতের ফোকাসে সিরিজ
আরও একটা দাপুটে পারফরম্যান্সের জন্য তৈরি রোহিত ও তাঁর দল । Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 9:00 AM

ধর্মশালা: ভারতীয় ক্রিকেট ভক্তদের স্বপ্নের মাঠে ধর্মশালা। ছবির মত সাজানো মাঠ। ধর্মাশালা। এখানেই ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টি-২০ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। লখনউয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। প্রথম ম্যাচে জ্বলে উঠেছেন ঈশান কিষান (Ishan Kishan), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রোহিত শর্মা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বোলিং বিভাগের যে পারফরম্যান্স করেছে তাতে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সামনে শেষ দুটি ম্যাচেও যে তারা খুব বেশি কিছু করে উঠতে পারবে, এমন আশা দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই ধর্মশালাতেই (Dharamshala) রোহিতের হাতে ট্রফি দেখতে পাচ্ছেন তাঁরা। কারণ শ্রীলঙ্কা যে দুই ক্রিকেটারের ফিরে আসার দিকে তাকিয়ে ছিল, তারা দুজনই টি-২০ সিরিজের বাইরে। মহেশ তিকসনা ও কুসাল মেন্ডিসকে পাওয়ার আরা কোনও আশা নেই। এই দুই ক্রিকেটারের বদলে নিরশন ডিকোয়েলা ও ধনঞ্জয় ডিসিলভাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। প্রথম ম্যাচে দাপট দেখানো দলটাকেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। চলতি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারলে একটা নতুন রেকর্ড গড়বে ভারত। টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে এখনও পর্যন্ত কোনও টি-২০ ম্যাচ হারেনি ভারত। বৃহস্পতিবারের জয় ভারতের সংখ্যাটাকে পৌঁছে দিয়েছে দশে। আর দুটি জয় মানেই টানা ১২টি টি-২০ ম্যাচ জিতে আফগানিস্তানের রেকর্ডে সঙ্গে এক জায়গায় চলে আসবে রোহিতের দল। সেই দিকেই পাখীর চোখ রোহিত শর্মাদের। এর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টানা ৭টি ম্যাচ টি-২০ ম্যাচ জিতেছিল ভারত।

প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজাকে চার নম্বরে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। অনেকের মনে হয়েছিল স্লগ ওভারের কথা মাথায় রেখে জাড্ডুকে পাঠানো হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, স্লেগ ওভারের কথা ভেবে নয়, বরং এটাই তাঁদের নতুন পরিকল্পনা। ব্যাটিং অর্ডারের ওপরের দিকেই তাঁকে ব্যবহার করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সাত বা আট নম্বরে নেমে খুব একটা ব্যাটিং করার সুযোগ পান না জাদেজা। এ দিকে ঈশান কিষান, শ্রেয়স আইয়ারদের ব্যাটিং একদিকে যেমন রোহিত-রাহুলের ভারসা হয়ে উঠেছে তেমনই চিন্তার কারণও হয়ে দাঁড়াতে পারে। চোট কাটিয়ে কেএল রাহুল ও সূর্যকুমার যাদব ফিরে এলে কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন ক্যাপ্টেন রোহিত? তবে ক্রিকেটের ইতিহাস বলে এই পরিস্থিতি যে কোনও অধিনায়েক কাছে সুখকর। বছরের শেষে বিশ্বকাপের আগে বৃহত্তর দল তৈরিতে রোহিতের ভরসা হয়ে উঠেছেন, ঈশান-শ্রেয়সরা।

আরও পড়ুন : IPL 2022: দুটি গ্রুপে ভাগ ১০টি দল, নতুন ফরম্যাটে আইপিএল