IND vs AUS: রায়পুরে চতুর্থ টি-২০তে সূর্য-ওয়েডরা যে সকল মাইলস্টোন গড়তে পারেন…

India vs Australia, 4th T20: দেখতে দেখতে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষের পথে। আপাতত এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের ভারত। আজ রায়পুরে অজিদের কাছে সুযোগ থাকবে সিরিজে সমতা ফেরানোর, তেমনই ভারতের কাছে সুযোগ থাকবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলার।

IND vs AUS: রায়পুরে চতুর্থ টি-২০তে সূর্য-ওয়েডরা যে সকল মাইলস্টোন গড়তে পারেন...
রায়পুরে সূর্য-ওয়েডরা যে সকল মাইলস্টোন গড়তে পারেন...Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 8:00 AM

রায়পুর: দেশের মাটিতে অজিদের কাছে বিশ্বকাপ (ICC World Cup) হাতছাড়া হয়েছে ভারতের। এখন চলছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ৫ ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ। এই সিরিজে ২-১ ব্যবধানে আপাতত এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের ভারত। আজ, শুক্রবার রায়পুরে অজিদের কাছে সুযোগ থাকবে সিরিজে সমতা ফেরানোর। ঠিক তেমনই টিম ইন্ডিয়ার কাছে সুযোগ থাকবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টিতে দুই দলের ক্রিকেটাররা কোন কোন মাইলস্টোন গড়তে পারেন।

এক ঝলকে দেখে নিন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রায়পুরে কোন কোন রেকর্ড গড়তে পারেন —

  1. সূর্যকুমার যাদব – আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করার জন্য এই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রয়োজন আর ২১ রান।
  2. ঋতুরাজ গায়কোয়াড় – টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য ভারতের তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়ের প্রয়োজন ৭ রান।
  3. তিলক ভার্মা – টি-২০ ক্রিকেটে ২ হাজার রানের রেকর্ড স্পর্শ করার জন্য তিলক ভার্মার বাকি আর ১৩ রান। টি-২০তে ১০০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য তিলকের প্রয়োজন আর ৫টি ছয়।
  4. ঈশান কিষাণ – টি-২০-তে ২০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করার জন্য ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের প্রয়োজন আর ৪টি ছয়।
  5. ম্যাথু ওয়েড – আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০টি ক্যাচের রেকর্ড গড়ার জন্য এই সিরিজে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েডের প্রয়োজন আর ১টি ক্যাচ।
  6. ট্রাভিস হেড – আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য অজি তারকা ট্রাভিস হেডের প্রয়োজন আর ৬টি ছয়।
  7. তনভীর সাঙ্ঘা – টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য তনভীর সাঙ্ঘার প্রয়োজন আর ১টি উইকেট।
  8. টিম ডেভিড – টি-২০-তে ৪ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য টিম ডেভিডের প্রয়োজন আর ৯১ রান।
  9. কেন রিচার্ডসন – আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য কেন রিচার্ডসনের প্রয়োজন আর ৫টি উইকেট।