India vs Bangladesh: কানপুর টেস্টে পন্থের ছক্কা দেখে আনন্দে লাফানো যাবে না, হঠাৎ কেন এমন সতর্কবার্তা?
IND vs BAN, 2nd Test: রাত পোহালেই ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। রোহিত-শান্তদের দ্বিতীয় টেস্টের আগে হঠাৎ করে এল সতর্কবার্তা। বাধ্য হয়ে কানপুর টেস্টের জন্য গ্রিন পার্ক স্টেডিয়ামের দর্শকসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা: কানপুরে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) দ্বিতীয় টেস্টে হাউসফুল গ্যালারি দেখা যাবে না। শুধু তাই নয়, ঋষভ পন্থের (Rishabh Pant) ছক্কা দেখে আনন্দে স্টেডিয়ামে লাফানোও যাবে না। অবাক হচ্ছেন নিশ্চয়ই। রোহিত-শান্তদের দ্বিতীয় টেস্টের আগে হঠাৎ করে এল সতর্কবার্তা। বাধ্য হয়ে কানপুর টেস্টের জন্য গ্রিন পার্ক স্টেডিয়ামের দর্শকসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আসলে গ্রিন পার্ক স্টেডিয়ামের বেশ কিছু জায়গা এখন বিপজ্জনক। উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে গ্রিন পার্কের ব্যালকনি সি স্ট্যান্ডকে বিপজ্জনক বলে চিহ্নিত করে সতর্কবার্তা দিয়েছে।
আসলে পিডব্লুউডির পক্ষ থেকে ইন্ডিয়ান এক্সপ্রসকে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও অঙ্কিত চট্টোপাধ্যায় বলেছেন, ‘পিডব্লুডির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং সেই কারণেই ব্যালকনি সি এর সব টিকিট বিক্রি করা হয়নি। তা কমিয়ে দেওয়া হয়েছে। ৪৮০০ জনের দর্শক আসন থাকা ওই স্ট্যান্ডের আমরা মাত্র ১৭০০ টিকিট বিক্রি করেছি। আগামী দিনে ওই স্ট্যান্ডটি মেরামতের কাজ চালু থাকবে।’
পিডব্লুডির সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ার গ্রিন পার্কের সি স্ট্যান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, ‘ওই স্ট্যান্ড ৫০ জনেরও ভার বহন করতে পারবে না। ঋষভ পন্থ যদি একটা ছয় মারেন, আর সেই সময় একসঙ্গে ৫০ জন যদি লাফিয়ে ওঠে, তা হলে ওই স্ট্যান্ড ভেঙে পড়তে পারে। স্টেডিয়ামের ওই অংশের মেরামতির খুবই প্রয়োজন।’
উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থা পিডব্লুডির রিপোর্ট পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। সেই স্ট্যান্ডের সামনে ক্রিকেট সংস্থার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে। তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ নয়, কানপুরের ফ্লাড লাইট নিয়েও সমস্যা রয়েছে। জানা গিয়েছে, ভিআইপি স্ট্যান্ডের সামনে একাধিক ফ্লাড লাইট জ্বলছে না। সব মিলিয়ে ভারতের এই স্টেডিয়ামের বেহাল দশার জন্য আঙুল ওঠা শুরু হয়েছে বোর্ডের দিকে।