IND vs ENG 5th Test Day 4 Highlights: রুট-বেয়ারস্টোর ভয়ঙ্কর জুটি ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে দিল, চাপে ভারত

| Edited By: | Updated on: Jul 04, 2022 | 11:16 PM

India vs England 5th Test Day 4 Live Score: এজবাস্টনে আজ পঞ্চম টেস্টের চতুর্থ দিনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 5th Test Day 4 Highlights: রুট-বেয়ারস্টোর ভয়ঙ্কর জুটি ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে দিল, চাপে ভারত
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের পঞ্চম দিনের খেলা আজ।

বার্মিংহাম: এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ। চতুর্থ দিনের শেষে ম্য়াচের নিয়ন্ত্রণ ভারতের (India) হাত থেকে ফস্কে গিয়েছে। প্রতিপক্ষ ইংল্যান্ড (England) সম্প্রতি নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ৩-০ ক্লিন সুইপ করেছে। তিন ম্যাচেই চতুর্থ ইনিংসে প্রায় ৩০০-র কাছাকাছি রান তাড়া করে জিতেছে। জনি বেয়ারস্টো, জো রুট ভরসা দিয়েছেন। সঙ্গে রয়েছেন বেন স্টোকসের মতো ব্যাটার। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট। ইংল্য়ান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্ধর্ষ পার্টনারশিপে ভর করে জয়ের দিকে এগোচ্ছে ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৫৯। পঞ্চম দিন ইংল্যান্ডকে জয়ের জন্য প্রয়োজন ১১৯ রান। আর টিম ইন্ডিয়ার জয়ের জন্য চাই ৭টি উইকেট। জো রুট ও জনি বেয়ারস্টোর ভয়ঙ্কর জুটিতে চতুর্থ দিনে উঠেছে ১৫১ রান। চতুর্থ দিনের শেষে জো রুট অপরাজিত ৭৬ রানে।এবং জনি বেরায়স্টো অপরাজিত রয়েছেন ৭৩ রানে।

Key Events

রুট-বেয়ারস্টোর ভয়ঙ্কর পার্টনারশিপ

ইংল্য়ান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্ধর্ষ পার্টনারশিপে ভর করে জয়ের দিকে এগোচ্ছে ইংল্যান্ড। রুট ও বেয়ারস্টোর ভয়ঙ্কর জুটিতে চতুর্থ দিনে উঠেছে ১৫১ রান।

কোন জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ড

চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৫৯। পঞ্চম দিন ইংল্যান্ডকে জয়ের জন্য প্রয়োজন ১১৯ রান। ক্রিজে জো রুট অপরাজিত রয়েছেন ৭৬ রানে।এবং জনি বেরায়স্টো অপরাজিত রয়েছেন ৭৩ রানে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Jul 2022 11:04 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শেষ

    • চতুর্থ দিনের খেলা শেষ
    • চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৫৯
    • পঞ্চম দিন ইংল্যান্ডকে জয়ের জন্য তুলতে হবে ১১৯ রান
    • টিম ইন্ডিয়ার জয়ের জন্য চাই ৭টি উইকেট
    • জো রুট ও জনি বেয়ারস্টোর ভয়ঙ্কর জুটিতে চতুর্থ দিনে উঠেছে ১৫১ রান
    • চতুর্থ দিনের শেষে জো রুট অপরাজিত ৭৬ রানে
    • বেরায়স্টো অপরাজিত ৭৩ রানে
  • 04 Jul 2022 10:55 PM (IST)

    ভারতের ওপর চাপ বাড়াচ্ছে রুট-বেয়ারস্টো জুটি

    • ৫৫ ওভারের খেলা শেষ
    • ৫৫ ওভার শেষে ইংল্যান্ড তুলেছে ৩ ওভারে ২৪৫ রান
    • ক্রিজে রয়েছেন রুট-বেয়ারস্টো
    • রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে রুট-বেয়ারস্টো জুটি
    • ইতিমধ্যেই ১৪৫ রানের বড় পার্টনারশিপ গড়ে ফেলেছেন রুট-বেয়ারস্টো
  • 04 Jul 2022 10:41 PM (IST)

    বেয়ারস্টোর হাফসেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের চতুর্থ দিন হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের প্রথম ইনিংসেও দুরন্ত শতরান করে গিয়েছিলেন বেয়ারস্টো।

  • 04 Jul 2022 10:08 PM (IST)

    রুটের অর্ধশতরান

    স্বপ্নের ফর্মে থাকা জো রুট আরও একটি অর্ধশতরান করলেন। মাত্র ৭১ বলে অর্ধশতরান রুটের।

  • 04 Jul 2022 09:56 PM (IST)

    লক্ষ্য ২০০-র কম

    জনি বেয়ারস্টো-জো রুট জুটি ক্রমশ চাপ বাড়াচ্ছে ভারতের। ৭২ রানের জুটিতে খেলছেন। আর ১৯৭ রান প্রয়োজন ইংল্যান্ডের। ভারতের চাই ৭ উইকেট।

  • 04 Jul 2022 09:32 PM (IST)

    ক্যাচ মিস

    মহম্মদ সিরাজের বলে সেকেন্ড স্লিপ (ওয়াইড) ক্যাচ ফসকালেন হনুমা বিহারি। বেয়ারস্টো-রুট জুটিতে চাপ বাড়ছে ভারতীয় শিবিরে।

  • 04 Jul 2022 08:40 PM (IST)

    ম্যাজিক মোমেন্ট

    জাডেজা আক্রমণে আসতেই তাল কাটলো। অ্যালেক্স লিসকে স্লেজিংয়ে বিব্রত করছিলেন বিরাট। ব্য়াটের কানায় বল লেগে স্কোয়ার লেগে। রুটের কলে ভরসা হয়নি লিসের। বল খুঁজছিলেন। সামি বল ধরে বোলিং প্রান্তে জাডেজাকে অনবদ্য থ্রো। রান আউট লিস। ইংল্যান্ড ১১০-৩।

  • 04 Jul 2022 08:32 PM (IST)

    চায়ের পরই উইকেট

    চা বিরতির পর প্রথম বল। এবারও বুমরা। কট বিহাইন্ড অলি পোপ।

  • 04 Jul 2022 08:31 PM (IST)

    চা বিরতির পর খেলা শুরু

    গত বছর ওভাল টেস্টে ভারতের দেওয়া ৩৬৮ রান তাড়া করতে নেমে শতরানের ওপেনিং জুটি গড়েছিল ইংল্যান্ড। এরপর তারা অলআউট ২১০ রানে! এমন কিছু এজবাস্টনেও হবে কি?

  • 04 Jul 2022 08:12 PM (IST)

    চা বিরতি

    উইকেটের স্বাদ নিয়ে চা বিরতিতে গেল ভারত। একমাত্র উইকেট বুমরার দখলে।

  • 04 Jul 2022 08:09 PM (IST)

    ক্যাপ্টেন বিরাট কোহলি!

    দর্শকদের পাশে চাইছেন বিরাট কোহলির। ঠিক আগের মতোই ইশারা করছেন দর্শকদের। এজবাস্টনে ভারতের সমর্থনে বিরাট গর্জন।

  • 04 Jul 2022 08:05 PM (IST)

    অবশেষে ধাক্কা

    ইংল্যান্ড শিবিরে অবশেষে ধাক্কা। অসমান বাউন্সের দ্বিধা। বল ছাড়লেন ক্রলি। বুমরার ডেলিভারি অফ স্টাম্পের উপরে। ১০৭ রানে প্রথম উইকেট পড়ল ইংল্যান্ডের।

  • 04 Jul 2022 07:53 PM (IST)

    শতরানের জুটি

    ইংল্যান্ডের রান তাড়ায় শতরানের ওপেনিং জুটি অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলির। লিস অর্ধশতরান করেছেন।

  • 04 Jul 2022 07:05 PM (IST)

    ইংল্যান্ডের বড় পার্টনারশিপ

    অ্যালেক্স লিস-জ্যাক ক্রলির ওপেনিং জুটি ৫০ পেরিয়ে গিয়েছে।

  • 04 Jul 2022 06:22 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ক্রিজে দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। লক্ষ্য ৩৭৮ রান। বোলিং ওপেন বুমরার।

  • 04 Jul 2022 06:15 PM (IST)

    ইংল্যান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য দিল ভারত

    এজবাস্টন টেস্টে ইংল্য়ান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য দিল ভারত। ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক ৩৫৯ রান তাড়া করে জেতার নজির রয়েছে। এজবাস্টনে ইংল্যান্ড সর্বাধিক ২৮১ রান তাড়া করে জিতেছে। ভারতের শেষ উইকেট হিসেবে ফিরলেন জসপ্রীত বুমরা।

  • 04 Jul 2022 06:04 PM (IST)

    জাডেজার প্রতিরোধও ভাঙল

    ভারতের নবম উইকেট আউট। স্টোকস রাউন্ড দ্য উইকেত বোলিং করছিলেন। কাট করতে গিয়ে প্লেড অন জাডেজা।

  • 04 Jul 2022 05:44 PM (IST)

    শর্টপিচে সামির উইকেট

    শর্টপিচ ডেলিভারিতে আরও একটা উইকেট। বেন স্টোকসের বোলিংয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ নিলেন অ্যালেক্স লিস।

  • 04 Jul 2022 05:40 PM (IST)

    লাঞ্চ বিরতির পর খেলা শুরু

    চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন রবীন্দ্র জাডেজা ও মহম্মদ সামি। বল হাতে এলেন বেন স্টোকস।

  • 04 Jul 2022 05:02 PM (IST)

    লাঞ্চ বিরতি

    এজবাস্টনে লাঞ্চ বিরতি। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছে ভারত। লিড ৩৬০ পেরোনোয় ভারত চালকের আসনে, বলাই যায়। ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে শতরানকারী রবীন্দ্র জাডেজা। যোগ্য সঙ্গত দিচ্ছেন সামি।

  • 04 Jul 2022 04:47 PM (IST)

    লর্ড শার্দূলও ফিরলেন

    পটসের বোলিংয়ে হেলমেটে লেগেছিল শার্দূলের। কনকাশন টেস্টও হয়। শর্ট পিচেই ফিরলেন জিনি। ডিপ থার্ডম্যানে ক্যাচ নেন জ্যাক ক্রলি।

  • 04 Jul 2022 04:17 PM (IST)

    ঋষভ আউট

    অর্ধশতরানের ইনিংসে খেলে ফিরলেন ঋষভ পন্থ। বাঁ হাতি স্পিনার জ্যাক লিচের বলে রিভার্স সুইপ মারেন। ঠিকটাক সংযোগ হয়নি। স্লিপে ক্যাচ নেন জো রুট। ৫৭ রান করেন ঋষভ।

  • 04 Jul 2022 04:01 PM (IST)

    আউট শ্রেয়স

    ঋষভের সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়তে ব্যর্থ শ্রেয়স আইয়ার। ম্যাথু পটসের শর্টপিচ বোলিংয়ে পুল, টাইমিং ঠিক হয়নি। শর্ট মিড উইকেটে ক্যাচ জিমির।

  • 04 Jul 2022 03:55 PM (IST)

    পন্থের অর্ধশতরান

    প্রথম ইনিংসে শতরান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও অনবদ্য ঋষভ। বাউন্ডারি মেরে ৭৬ বলে অর্ধশতরান পেরোলেন ঋষভ।

  • 04 Jul 2022 03:50 PM (IST)

    লিড পেরোল ৩০০

    এজবাস্টনে ভারতের লিড ৩০০ পেরোল। ৪৬ রানে ঋষভ পন্থের ক্যাচ ফেললেন জ্যাক ক্রলি।

  • 04 Jul 2022 03:31 PM (IST)

    দিনের প্রথম ধাক্কা

    অনবদ্য ইনিংস শেষে ফিরলেন চেতেশ্বর পূজারা। স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ অ্যালেক্স লিসের।

  • 04 Jul 2022 03:25 PM (IST)

    এজবাস্টন পরিসংখ্যান

    এজবাস্টনে চতুর্থ ইনিংসে সর্বাধিক ২৮১ রান তাড়া করে জয়ের নজির রয়েছে ইংল্যান্ডের। ভারতের লিড ২৮৫ ছুঁয়েছে।

  • 04 Jul 2022 03:24 PM (IST)

    ইংল্যান্ডের রুট পরীক্ষা

    দিনের শুরুতে জিমি অ্যান্ডারসনের সঙ্গে বোলিং ওপেন করেন জো রুট। তাঁকে দিয়ে বোলিং করানোর পরিকল্পনা কাজে দেয়নি।

  • 04 Jul 2022 03:01 PM (IST)

    ম্যাচ শুরু, স্ট্রাইকে পূজারা

    এজবাস্টনে চতুর্থ দিনের খেলা শুরু। স্ট্রাইকে চেতেশ্বর পূজারা। বল হাতে জিমি।

  • 04 Jul 2022 02:58 PM (IST)

    কিছুক্ষণের অপেক্ষা

    চতুর্থ দিনের খেলা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ভারতের ইনিংস এগিয়ে নিতে নামবেন ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারা।

  • 04 Jul 2022 02:30 PM (IST)

    বিরাটরা মেজাজেই

  • 04 Jul 2022 02:24 PM (IST)

    এবিডি-র বার্তা

    এজবাস্টন টেস্টে ভারতের প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করেছেন। মিস করে কিছুটা হতাশ এবি ডিভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে কিছুটা হতাশা মিটেছে তাঁর। দ্বিতীয় ইনিংসেও কি এমন ইনিংস দেখা যাবে ঋষভের ব্যাটে?

  • 04 Jul 2022 02:13 PM (IST)

    রোমাঞ্চকর দিনের অপেক্ষা

    এজবাস্টন টেস্টের তৃতীয় দিন সবদিক থেকেই রেমাঞ্চকর দিন কেটেছে। জসপ্রীত বুমরার ক্যাচ, জনি বেয়ারস্টো-বিরাট কোহলি বাগযুদ্ধ, দিনের শেষে বন্ধুত্ব। চেতেশ্বর পূজারার ধৈর্যশীল ব্যাটিং। সবমিলিয়ে জমজমাট টেস্ট। চতুর্থ দিন ঋষভের ব্যাটে বিধ্বংসী ইনিংসের অপেক্ষা।

Published On - Jul 04,2022 2:00 PM

Follow Us: