India vs South Africa 3rd Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচ

আজ থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ।

India vs South Africa 3rd Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচ
কেপটাউনে মুখোমুখি কোহলি-এলগাররা (ছবি-বিসিসিআই টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 9:00 AM

কেপ টাউন: সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে জেতার পর, জোহানেসবার্গে প্রোটিয়াদের কাছে হেরেছে ভারত (India)। টিম ইন্ডিয়ার এ বারের প্রোটিয়া সফরে, রাবাডাদের দেশে টেস্ট সিরিজ জেতার এটাই শেষ সুযোগ। আজ থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রোটিয়াদের দেশে এসেছিলেন বিরাট কোহলিরা। দক্ষিণ আফ্রিকার গড়ে ডিন এলগারর বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিলেন সামি-বুমরারা। লক্ষ্য ছিল জো’বার্গে সিরিজ মুঠোয় ভরে নেবে ভারত। কিন্তু তা পারেননি লোকেশ রাহুলরা। বিরাটহীন ভারতকে যেন ব্যাট হাতে একাই তছনছ করে দেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাঁর ব্যাটে ভর করেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা(South Africa)। তবে এখনও শেষ সুযোগ রয়েছে বিরাটদের সামনে। সিরিজ জিতে দেশে ফেরাই একমাত্র লক্ষ্য দ্রাবিড়ের দলের।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচটি কবে শুরু হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচটি আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচটি স্টেডিয়ামে কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (Newlands Cricket Ground) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে দুপুর ২.০০ টো নাগাদ। ম্যাচের আগে ১.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

আরও পড়ুন: Virat Kohli Press Conference: ‘নতুন করে কিছু প্রমাণ করার নেই আমার’, বলছেন বিরাট