ICC Women’s World Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে কাপযাত্রা শুরু করবে মিতালির ভারত, দেখুন বিশ্বকাপে ভারতের সূচি
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪ মার্চ বে ওভালে মুখোমুখি হতে চলেছে আয়োজক নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের (India) বিশ্বকাপ যাত্রা শুরু হবে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন পর।
নিউজিল্যান্ড: অপেক্ষার আর মাত্র তিনটে দিন। নিউজিল্যান্ডের (New Zealand) মাটিতে শুরু হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ (ICC Women’s World Cup 2022)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪ মার্চ বে ওভালে মুখোমুখি হতে চলেছে আয়োজক নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের (India) বিশ্বকাপ যাত্রা শুরু হবে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন পর। ৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মিতালি রাজরা। তুরাঙ্গাতে হবে ভারত-পাক ম্যাচ। ৩১ দিনের টুর্নামেন্টে ৩১টা ম্যাচ খেলা হবে। ২০১৭-২০ সাল পর্যন্ত র্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। যোগ্যতা পর্ব থেকে উঠে এসেছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আটটা টিম গ্রুপ লিগের ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে চারটে টিম যাবে সেমিফাইনালে। ৩০ ও ৩১ মার্চ দুটো সেমিফাইনাল। ফাইনাল ৩ এপ্রিল।
আইসিসি মেয়েদের বিশ্বকাপ রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হবে। এর পর লিগ টেবেলের প্রথম চারটে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেখান থেকে দুটো সেমিফাইনালের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
মেয়েদের একদিনের বিশ্বকাপে ভারতের সূচি—
১. ৬ মার্চ, পাকিস্তান (বে ওভাল, তৌরাঙ্গা)
২. ১০ মার্চ, নিউজিল্যান্ড (সেডন পার্ক, হ্যামিল্টন)
৩. ১২ মার্চ, ওয়েস্ট ইন্ডিজ (সেডন পার্ক, হ্যামিল্টন)
৪. ১৬ মার্চ, ইংল্যান্ড (বে ওভাল, তৌরাঙ্গা)
৫. ১৯ মার্চ, অস্ট্রেলিয়া (ইডেন পার্ক, অকল্যান্ড)
৬. ২২ মার্চ, বাংলাদেশ (সেডন পার্ক, হ্যামিল্টন)
৭. ২৭ মার্চ, দক্ষিণ আফ্রিকা (হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ)
৩০ মার্চ, প্রথম সেমিফাইনাল
৩১ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল ৩ এপ্রিল ফাইনাল
মেয়েদের এক দিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড: মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মান্ধনা, শেফালি ভর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব।
স্ট্যান্ডবাই প্লেয়ার: সাব্বিনেনি মেঘনা, একতা বিস্ত, সিমরন দিল বাহাদুর।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১টি টি-২০ ও ৫টি ওয়ান ডে ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল ভারতীয় মেয়েরা। টি-২০ ম্যাচটা থেকে ধরলে টানা ৫টে ম্যাচে কিউয়ি মহিলা দলের বিরুদ্ধে হারার পর, জয়ের মুখ দেখেছিল মিতালির ভারত। শেষ ওয়ান ডে ম্যাচে ফর্মে ফেরেন ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর পর বিশ্বকাপের আগে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে প্রোটিয়াদের ২ রানে হারান হ্যারিরা। ঝকঝকে সেঞ্চুরি করেন মিতালির ডেপুটি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। এই ম্যাচেও ভারত জিতলে, বিশ্বকাপের আগে টানা তিনটি জয় বেশ খানিকটা আত্মবিশ্বাস জোগাবে ভারতের প্রমিলাব্রিগেডকে।
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: বিশ্বকাপের আগে স্মৃতিকে নিয়ে স্বস্তি ভারতীয় শিবিরে