Virat Kohli: বিশ্বকাপে বিরাটকে চাই-ই চাই… কোহলির হয়ে ব্যাট ধরলেন হিটম্যান

T20 World Cup 2024: সম্প্রতি শোনা গিয়েছিল এ বারের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় টিমে সুযোগ পাবেন না বিরাট কোহলি। উল্কাগতিতে এই খবর দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়ে পড়েছিল। এরপর দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা বিরাট কোহলিকে বিশ্বকাপে অতি অবশ্যই খেলানো উচিত বলে বার্তা দিয়েছিলেন। এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন বিশ্বকাপের জন্য বিরাট কোহলিকে নিয়ে তাঁর কী ভাবনা।

Virat Kohli: বিশ্বকাপে বিরাটকে চাই-ই চাই... কোহলির হয়ে ব্যাট ধরলেন হিটম্যান
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 2:22 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। তাঁদের দু’জনকে ছাড়া এখনও ভারতীয় টিম অসম্পূর্ণ লাগে। সম্প্রতি শোনা গিয়েছিল এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় টিমে সুযোগ পাবেন না বিরাট কোহলি। উল্কাগতিতে এই খবর দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়ে পড়েছিল। এরপর দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা বিরাট কোহলিকে বিশ্বকাপে অতি অবশ্যই খেলানো উচিত বলে বার্তা দিয়েছিলেন। এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন বিশ্বকাপের জন্য বিরাট কোহলিকে নিয়ে তাঁর কী ভাবনা। কুড়ি-বিশের বিশ্বকাপের ভারতীয় টিমে বিরাট কোহলি থাকবেন তো?

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কীর্তি আদাজ জানিয়েছেন, ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বিশ্বকাপে বিরাটকে চাই-ই চাই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে হিটম্যান বিশ্বকাপে যে কোনও উপায়ে বিরাট কোহলিকে খেলানো নিয়ে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ কীর্তি আজাদ এই বিষয়ে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন।

বিরাট কোহলির একটি ছবি শেয়ার করে কীর্তি আজাদ লিখেছেন, “কেন জয় শাহ? তিনি নির্বাচক নন, অজিত আগরকরকে দায়িত্ব নিয়ে অন্য নির্বাচকদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝাতে হবে যে বিরাট কোহলি টি-টোয়েন্টি দলে কেন জায়গা পাচ্ছেন না। এর জন্য ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই বিষয়ে অজিত আগরকর নিজেকে বা অন্য নির্বাচকদের বোঝাতে সক্ষম হননি। জয় শাহ ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকেও জিজ্ঞাসা করেছিলেন এই ব্যাপারে। কিন্তু রোহিত বলেন, ‘যে কোনও মূল্যে আমাদের বিরাট কোহলিকে দরকার।’ বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন এবং দল নির্বাচনের আগে এর আনুষ্ঠানিক ঘোষণাও করা হবে। জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়ায় নিজেদের জড়ানো উচিত নয়।”

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের নতুন নামকরণ অনুষ্ঠানে জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপে রোহিতই থাকবেন ভারতের ক্যাপ্টেন। সেই সময় তিনি বিরাট কোহলির টিমে থাকা নিয়ে কিছু জানাননি। এ বার দেখার রোহিতের এই বক্তব্যের পর বিরাট সত্যিই বিশ্বকাপ টিমে সুযোগ পান কিনা। আপাতত রোহিত শর্মা-বিরাট কোহলিদের আইপিএলে খেলতে দেখা যাবে।