MI, IPL 2024: IPL এর আগে হার্দিক পান্ডিয়ার সংসারে বিরাট বিপদ…

Hardik Pandya: আর কয়েকদিন পর জমজমাট ক্রিকেট বিনোদন উপহার পাওয়ার পালা। ২২ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন তাদের নতুন নেতা হার্দিক পান্ডিয়া। এ বার হঠাৎ করেই হার্দিক পান্ডিয়ার সংসারে হঠাৎ করেই বিরাট বিপদ।

MI, IPL 2024: IPL এর আগে হার্দিক পান্ডিয়ার সংসারে বিরাট বিপদ...
MI, IPL 2024: IPL এর আগে হার্দিক পান্ডিয়ার সংসারে বিরাট বিপদ... Image Credit source: MI X
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 1:45 PM

কলকাতা: আর ঠিক মাত্র ৫ দিন পর শুরু হবে ১৭তম আইপিএল। ক্রিকেট প্রেমীরা ভারতের এই কোটিপতি ফ্র্যাঞ্চইজি ক্রিকেট লিগ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। আপাতত ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের অনুশীলনের ছবি এবং ভিডিয়ো দেখেই মন ভালো হচ্ছে ক্রিকেট প্রেমীদের। আর কয়েকদিন পর জমজমাট ক্রিকেট বিনোদন উপহার পাওয়ার পালা। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)শিবিরে যোগ দিয়েছেন তাদের নতুন নেতা হার্দিক পান্ডিয়া। এ বার হঠাৎ করেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সংসারে বিরাট বিপদ। আইপিএলের (IPL) আগে চোটে কাবু হওয়া ক্রিকেটারদের তালিকা হচ্ছে চওড়া। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার চোটের কবলে পড়লেন।

আসলে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দিলশান মধুশঙ্কা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। আর তাতেই চিন্তা বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। কারণ আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই আইপিএলের নিলামে ৪.৬০ কোটি টাকায় দিলশান মধুশঙ্কাকে কিনেছেন। আর তিনি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছিলেন। বাংলাদেশের ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে ৩ ম্যাচের ওডিআই সিরিজ এখন ১-১ দাঁড়িয়ে। সিরিজের তৃতীয় ওডিআই থেকে ছিটকে গেলেন তিনি। লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে মধুশঙ্কার চোটের কথা জানানো হয়েছে। দ্বিতীয় ওডিআই চলাকালীন চট্টগ্রামে চোট পেয়েছিলেন দিলশান মধুশঙ্কা। এমআরআই স্ক্যানের পর তাঁর চোটের বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

আইপিএল শুরু হওয়ার ৫ দিন আগে মধুশঙ্কার চোট স্বাভাবিকভাবেই চাপ বাড়াল মুম্বই ইন্ডিয়ান্সের। গত বছর ভারতে হওয়া ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন দিলশান মধুশঙ্কা। যে কারণে আইপিএলের নিলাম টেবলে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করে তাঁকে টিমে নেয় MI। এ বার তাঁকে হয়তো আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে পাবে না হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট সেরে উঠতে সময় লাগবে। আর সেটাই স্বাভাবিক। অবশ্য এখনও মুম্বই ইন্ডিয়ান্স টিমের পক্ষ থেকে দিলশান মধুশঙ্কাকে আইপিএলে না পাওয়ার ব্যাপারে কিছু জানানো হয়নি।