Virat Kohli: কিং কোহলি ফিরলেন ভারতে, আইপিএলে এ বার হবে বিরাট ধামাকা…

RCB, IPL 2024: দ্বিতীয় বার বাবা হওয়ার পর বিরাট কোহলি লন্ডন থেকে দেশে এলেন। এ বার তাঁর অনুরাগীরা বেজায় খুশি। মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলি নামার পর স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। পাপারাৎজিদের আবদারে বিরাট ছবির জন্য পোজও দেন। এ বার অপেক্ষা শুধু বিরাটের আরসিবি শিবিরে যোগ দেওয়ার।

Virat Kohli: কিং কোহলি ফিরলেন ভারতে, আইপিএলে এ বার হবে বিরাট ধামাকা...
Virat Kohli: কিং কোহলি ফিরলেন ভারতে, আইপিএলে এ বার হবে বিরাট ধামাকা...Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 12:32 PM

কলকাতা: কিং কোহলি ইজ ব্যাক… রবি-সকালে ভারতে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় বার বাবা হওয়ার পর বিরাট কোহলি লন্ডন থেকে দেশে এলেন। এ বার তাঁর অনুরাগীরা বেজায় খুশি। মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলি নামার পর স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। পাপারাৎজিদের আবদারে বিরাট ছবির জন্য পোজও দেন। বিরাট দেশে ফিরতেই আরসিবির অনুরাগীরাও আনন্দে মেতে উঠেছেন। গত কয়েকদিন ধরে বার বার প্রশ্ন উঠছিল বিরাট কি এ বারের আইপিএলে (IPL) খেলবেন না? তিনি দেশে ফিরতেই উত্তর এ বার কিন্তু পাওয়া গেল।

বিরাট কোহলির আইপিএল টিম আরসিবির টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিতে নেমে পড়েছে। অধিনায়ক ফাফ ডু’প্লেসি সহ অন্যান্য ক্রিকেটাররা নেটে ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন। এ বার শুধু টিমের সঙ্গে বিরাটের যোগ দেওয়ার পালা। ১৯ মার্চ আরসিবির আনবক্স ইভেন্ট রয়েছে। তার আগেই কোহলি দেশে ফিরলেন। ফলে আশা করা হচ্ছে কোহলি আরসিবির ওই আনবক্স অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকবেন।

১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মার ছেলের জন্ম হয় লন্ডনে। বিরুষ্কা তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন অকায় কোহলি। ছেলের জন্মের জন্যই দেশের মাটিতে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে খেলেননি বিরাট। এতদিন লন্ডনেই ছিলেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় লন্ডনের এক রেস্তোরাঁতে বিরাট কোহলি ও তাঁর মেয়ে ভামিকাকে খাবার খেতে দেখা গিয়েছিল। সেই ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এ বার আইপিএলে বিরাটের মাঠে ফেরার পালা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর রয়েছে টি-২০ বিশ্বকাপ। যা পরিস্থিতি, সেই স্কোয়াডে বিরাটের জায়গা কিন্তু পাকা নয়। ফলে আইপিএলে বিরাটকে নিজেকে উজাড় করে দিতে হবে। তা হলেই তিনি পেয়ে যাবেন বিশ্বকাপের টিকিট। অবশ্য দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই বলে দিয়েছেন, তাঁদের মতে বিরাট ছাড়া ভারতের বিশ্বকাপ টিম অসম্পূর্ণ।