Shreyas Iyer: ভরল নাইট সংসার, কলকাতায় হাজির KKR ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার

KKR, IPL 2024: অবেশেষে অপেক্ষার অবসান। নাইট শিবিরে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। গত কয়েকদিন ধরে তাঁকে ঘিরে আশঙ্কা দানা বাঁধছিল। মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কোমরে। নাইট শিবিরে পরে যোগ দিতে পারেন, আইপিএলের (IPL) শুরুর দিকে পাওয়া যাবে না, এমন বলা হচ্ছিল। কিন্তু এ বার সব পরিষ্কার।

| Updated on: Mar 17, 2024 | 12:22 PM
নাইট প্রেমীদের জন্য সুখবর। ভরল কেকেআর সংসার। শনিবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। (Pic Courtesy - KKR Knight Club)

নাইট প্রেমীদের জন্য সুখবর। ভরল কেকেআর সংসার। শনিবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। (Pic Courtesy - KKR Knight Club)

1 / 8
কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে নাইট ক্যাপ্টেন শ্রেয়সের পৌঁছে যাওয়ার ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'কলকাতা সময় চলে এসেছে, আমি এসে গেছি।' (Pic Courtesy - KKR Knight Club)

কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে নাইট ক্যাপ্টেন শ্রেয়সের পৌঁছে যাওয়ার ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'কলকাতা সময় চলে এসেছে, আমি এসে গেছি।' (Pic Courtesy - KKR Knight Club)

2 / 8
গত কয়েকদিন ধরে শ্রেয়স আইয়ারকে ঘিরে আশঙ্কা দানা বাঁধছিল। মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কোমরে। নাইট শিবিরে পরে যোগ দিতে পারেন, আইপিএলের (IPL) শুরুর দিকে পাওয়া যাবে না, এমন বলা হচ্ছিল। (Pic Courtesy - KKR Knight Club)

গত কয়েকদিন ধরে শ্রেয়স আইয়ারকে ঘিরে আশঙ্কা দানা বাঁধছিল। মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কোমরে। নাইট শিবিরে পরে যোগ দিতে পারেন, আইপিএলের (IPL) শুরুর দিকে পাওয়া যাবে না, এমন বলা হচ্ছিল। (Pic Courtesy - KKR Knight Club)

3 / 8
তিলোত্তমায় শ্রেয়স আইয়ার পা রাখতেই এ বার সব পরিষ্কার। আজ, রবিবারই দলের সঙ্গে ইডেনে অনুশীলনে সম্ভবত নেমে পড়বেন নাইট নেতা শ্রেয়স। (Pic Courtesy - KKR Knight Club)

তিলোত্তমায় শ্রেয়স আইয়ার পা রাখতেই এ বার সব পরিষ্কার। আজ, রবিবারই দলের সঙ্গে ইডেনে অনুশীলনে সম্ভবত নেমে পড়বেন নাইট নেতা শ্রেয়স। (Pic Courtesy - KKR Knight Club)

4 / 8
গত বারের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর বদলে নীতীশ রানা কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন। (Pic Courtesy - KKR Knight Club)

গত বারের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর বদলে নীতীশ রানা কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন। (Pic Courtesy - KKR Knight Club)

5 / 8
নাইট জার্সিতে এ বার শ্রেয়স আইয়ারের বড় চ্যালেঞ্জ নিজেকে প্রমাণিত করা। যদি আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করতে পারেন, তা হলে জাতীয় দলের দরজা তাঁর জন্য ফের খুলতে পারে। (Pic Courtesy - KKR Knight Club)

নাইট জার্সিতে এ বার শ্রেয়স আইয়ারের বড় চ্যালেঞ্জ নিজেকে প্রমাণিত করা। যদি আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করতে পারেন, তা হলে জাতীয় দলের দরজা তাঁর জন্য ফের খুলতে পারে। (Pic Courtesy - KKR Knight Club)

6 / 8
সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। ফলে তিনি যে এ বছরের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের পরিকল্পনাতে নেই, সে কথা ক্রিকেট মহলে বলা হচ্ছিল। (Pic Courtesy - KKR Knight Club)

সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। ফলে তিনি যে এ বছরের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের পরিকল্পনাতে নেই, সে কথা ক্রিকেট মহলে বলা হচ্ছিল। (Pic Courtesy - KKR Knight Club)

7 / 8
আইপিএলে যদি অসম্ভব ভালো পারফর্ম করতে পারেন শ্রেয়স, তা হলে ভাগ্যের চাকা তাঁর ঘুরে যাবে। এ বার দেখার গৌতম গম্ভীরের মতো মেন্টরকে পেয়ে কী ভাবে শ্রেয়স আইয়ার কেকেআরকে আইপিএলে এগিয়ে নিয়ে যান। (Pic Courtesy - KKR Knight Club)

আইপিএলে যদি অসম্ভব ভালো পারফর্ম করতে পারেন শ্রেয়স, তা হলে ভাগ্যের চাকা তাঁর ঘুরে যাবে। এ বার দেখার গৌতম গম্ভীরের মতো মেন্টরকে পেয়ে কী ভাবে শ্রেয়স আইয়ার কেকেআরকে আইপিএলে এগিয়ে নিয়ে যান। (Pic Courtesy - KKR Knight Club)

8 / 8
Follow Us: