Kapil Dev Birthday: কপিল দেবের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল

৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছা বার্তার ঢল। শাস্ত্রী-সচিন-যুবিরা নেটদুনিয়া শুভেচ্ছা জানিয়েছেন কপিল দেবকে।

Kapil Dev Birthday: কপিল দেবের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল
Kapil Dev Birthday: কপিল দেবের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2022 | 8:17 PM

নয়াদিল্লি: ভারতকে প্রথম বিশ্বকাপ দেওয়া কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের (Kapil Dev) আজ জন্মদিন (Birthday)। ৬৩-তে পা দিলেন হরিয়ানা হ্যারিকেন। বয়স ৬৩ হলেও তাঁকে দেখে বোঝার জো নেই। এখনও সেই ফুরফুরে মেজাজেই দেখা যায় কপিল দেবকে। ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছা বার্তার ঢল। শাস্ত্রী-সচিন-যুবিরা নেটদুনিয়া শুভেচ্ছা জানিয়েছেন কপিল দেবকে।

সতীর্থ কপিলের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছাবার্তায়, ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী লেখেন, “শুভ জন্মদিন মহান মানুষ। বিস্ফোরণ করো ক্যাপ্সি। ঈশ্বর তোমার মঙ্গল করুক।”

একখানা পুরনো ছবি পোস্ট করে সচিন তেন্ডুলকর কপিলের উদ্দেশ্যে লেখেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কপিল পাজি। তোমার সুস্বাস্থ্য কামনা করি। একটা দুর্দান্ত বছর কাটাও।”

হরভজন সিং টুইটারে শুভেচ্ছা বার্তায় লেখেন, “শুভ জন্মদিন কপিল পাজি। অনেক অনেক সম্মান।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না লেখেন, “শুভ জন্মদিন কপিল পাজি। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি সুখী থাকুন।”

যুবি টুইটারে কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন! পাজি আপনার সুস্বাস্থ্যের জন্য আমার শুভকামনা।”

মহম্মদ কাইফ কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “কপিল পাজি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।”

ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব টুইটারে লেখেন, “শুভ জন্মদিন, ক্যাপস! স্যার, আপনি একজন অনুপ্রেরণা, একজন কিংবদন্তি, আপনার মতো আর কেউ নেই।”

আরও পড়ুন: IND vs SA 2nd Test Day 4 Live: জো’বার্গে এলগার-দুসেন জুটিতে এগিয়ে চলেছে প্রোটিয়ারা