IPL 2021 Auction Highest Paid Players: গতবারের আইপিএল নিলামে সব থেকে দামি প্লেয়ার ছিলেন কারা, জানেন?

IPL 2021 Auction Top Players: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম সংস্করণে সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন ক্রিস মরিস। তাঁকে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটিতে কিনেছিল।

IPL 2021 Auction Highest Paid Players: গতবারের আইপিএল নিলামে সব থেকে দামি প্লেয়ার ছিলেন কারা, জানেন?
IPL 2021 Auction Highest Paid Players: গতবারের আইপিএল নিলামে সব থেকে দামি প্লেয়ার ছিলেন কারা, জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 7:47 PM

নয়াদিল্লি: আর মাত্র ২ দিন পর বেঙ্গালুরুতে বসতে চলেছে মেগা নিলামের (IPL 2022 Auction) আসর। আবারও কোনও অনামি প্লেয়ারের কোটপতি হওয়ার পালা। আইপিএল (IPL) এমন একটা টুর্নামেন্ট যেখানে এক জনপ্রিয় প্লেয়ার তো কোটি টাকা পানই, এমনকি অনামী প্লেয়াররাও কোটি কোটি টাকা পান। গত মরসুমেও নিলামে এমন ছবি দেখা গিয়েছিল। গত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা একজন প্লেয়ার সবচেয়ে বেশি টাকা পেয়েছিলেন। তেমনই একজন আনক্যাপড ক্রিকেটার ৯ কোটির বেশি পেয়েছিলেন। যিনি কখনও আন্তর্জাতিক স্তরে ক্রিকেটই খেলেননি। গত বছরের সব থেকে দামি ৫ প্লেয়ারদের মধ্যে ছিলেন, ৪জন বিদেশি এবং একজন ভারতীয়। এই তালিকায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার দু’জন প্লেয়ার এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে প্লেয়ার।

আইপিএল ২০২১ এর নিলামে, সব থেকে বেশি অর্থ ব্যয় হয়েছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের জন্য। তারপর ছিলেন কিউয়ি অলরাউন্ডার কাইল জেমিসন, তিন ও চার নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন এবং গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম স্থানে ছিলেন ভারতীয় অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম। তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার হয়েছিলেন।

আইপিএল ২০২১ এর সবচেয়ে ৫ দামি ক্রিকেটার—

১. ক্রিস মরিস: গত নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্রিস মরিস। তাঁকে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল। এর আগে ১৬ কোটি টাকায় কেনা যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙেছিলেন মরিস। আইপিএল-১৪-তে ১১ ম্যাচে মাত্র ৬৭ রান করেছিলেন, যদিও ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি।

২. কাইল জেমিসন: নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমসন আইপিএল ২০২১-এর সবচেয়ে দামি প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। জেমিসনকে ১৫ কোটি টাকায় কিনেছিল ব্যাঙ্গালোর। জেমিসন ৯ ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছিলেন এবং ১৬.২৫ গড়ে মাত্র ৬৫ রান করেছিল।

৩. গ্লেন ম্যাক্সওয়েল: আইপিএল ২০২১-এর সব থেকে দামি প্লেয়ারদের তালিকায় তিন নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সিকে ১৪.২৪ কোটি টাকায় কিনেছিল আরসিবি। ম্যাক্সওয়েল ১৪ ম্যাচে ৪৫ এর বেশি গড়ে ৪৯৮ রান করেছিলেন।

৪. ঝাই রিচার্ডসন: অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনকে আইপিএল-১৫-তে ১৪ কোটি টাকায় পঞ্জাব কিংস কিনেছিল। মাত্র ৩ ম্যাচে সুযোগ পেয়েছিলেন রিচার্ডসন। করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টের মাঝপথে বিদায় নিয়েছিলেন তিনি।

৫. কৃষ্ণাপ্পা গৌতম: কর্ণাটকের অফ-স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম ২০২১ সালে ৯.২৫ কোটি টাকায় কিনেছিল সিএসকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার হয়েছিলেন তিনি। তবে চেন্নাই সুপার কিংস তাঁকে একটি ম্যাচেও খেলায়নি।

আরও পড়ুন: IPL 2022: ইংল্যান্ডের প্লেয়াররা পুরো আইপিএল খেলবেন, জানাল বোর্ড

আরও পড়ুন: IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা