IPL 2022: টসে হেরে পথ চলা শুরু হল নেতা জাডেজার

মহেন্দ্র সিং ধোনি আর টস করতে নামলেন না। তাঁর বদলে নতুন নেতা রবীন্দ্র জাডেজার যাত্রা শুরু হয়ে আইপিএল ১৫ থেকে। টসে হারলেন ঠিকই, কেকেআরের বিরুদ্ধে ম্যাচটা অবশ্য জিততে চাইছেন তিনি।

IPL 2022: টসে হেরে পথ চলা শুরু হল নেতা জাডেজার
IPL 2022: টসে হেরে পথ চলা শুরু হল নেতা জাডেজার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 7:46 PM

মুম্বই: তিনি যেন কিছুটা লজ্জাই পেয়েছেন। নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণার সময় লজ্জায় মাথা নামিয়ে নিলেন। লাজুক হাসি খেলে যাচ্ছিল তখন। ওয়াংখেড়ে স্টেডিয়াম তখন চিৎকার করছে, জাডেজা…জাডেজা…! শনিবার সন্ধেয় চেন্নাই সুপার কিংসে নতুন যুগ শুরু হয়ে গেল। ২০০৮ সালে প্রথম বার সিএসকের (CSK) নেতা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি। মাঝের দুটো বছর নির্বাসন বাদ দিলে, চেন্নাই যতবার নেমেছে মাঠে, ধোনিই নেতৃত্ব দিয়েছেন। এ বার সেই মাহি থাকছেন না। তাঁর বদলে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দেবেন নেতৃত্ব। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী দেখাল সিএসকের নতুন ক্যাপ্টেনকে।

জীবনে প্রথম বার টস করতে নামলেন জাডেজা। এর আগে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন ঠিকই, কিন্তু সিনিয়র পর্যায়ে এই প্রথম। তাও আবার চেন্নাই সুপার কিংসের হয়ে। ৪০ বছরের মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। চেন্নাইয়ের ‘থালা’র বদলে হলুদ জার্সির নেতা হয়েছেন জাডেজা। টসের জন্য কয়েন ওড়ালেন তিনি। প্রথম ম্যাচে অবশ্য টসে হারলেন জাডেজা। টসের পর অবশ্য বলে দিলেন, ‘ধোনির জায়গা নেতৃত্বের দায়িত্ব পাওয়া নিশ্চিত ভাবেই বড় কাজ। বড় দায়িত্ব পালন করতে হবে। তবে আমি খুব খুশি।’

আইপিএল কারও কারও জীবন গড়ে দেয়। ২০০৮ সালে শেন ওয়ার্নের টিম রাজস্থান রয়্যালস থেকে উত্থান হয়েছিল তাঁর। সাম্প্রতিক সাফল্য দেখলে কিন্তু বলতে হবে, বিশ্বের সেরা অলরাউন্ডারকে নেতৃত্বের দায়িত্বে দিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েছে টিম ম্যানেজমেন্ট। আরও ভালো করতে বলতে গেলে, ধোনিই তৈরি করে দিয়ে যেতে চাইছেন হলুদ জার্সির পরবর্তী প্রজন্মকে। জাডেজা অবশ্য প্রথম ম্যাচ থেকেই ধোনি ঘরানায় ভাবতে শুরু করেছেন। তাই নিজেকে নিয়ে নয়, টিম নিয়েই তাঁর মুখে বেশি কথা। বলে গেলেন, ‘আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। চার বিদেশি নিয়ে আমরা খেলতে নামব।’

আগের ১৪টা আইপিএলে টিমকে চারটে ট্রফি দিয়েছেন ধোনি। জাডেজা পারবেন কিনা, সময় বলবে। তবে এই মরসুমে তাঁর কাছেই ক্যাপ্টেন্সির খুঁটিনাটি শিখে নিতে চান জাডেজা।

আরও পড়ুন: CSK vs KKR LIVE Score, IPL 2022: ওয়াংখেড়েতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে শুরুতে ফিল্ডিং করবে কেকেআর

আরও পড়ুন: IPL 2022: মাঠে নামার আগে ধোনিকে ঠিক কী বললেন জাডেজার স্ত্রী?

আরও পড়ুন: IPL 2022: কেকেআরের সুন্দরীদের ডাগআউট