KKR vs GT Highlights, IPL 2023 : ইডেনে ‘বদলা’ গুজরাটের, ঘরের মাঠে ফের হার নাইটদের
Kolkata Knight Riders vs Gujarat Titans Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
কলকাতা: চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর ঘরের মাঠে ফের হার কলকাতা নাইট রাইডার্সের। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শনিবার ৭ উইকেটে হারল কেকেআর। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে গুজরাটকে ১৮০ রানের লক্ষ্য দেয় নাইটরা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। শুভমন গিলের ৪৯ রানের ইনিংস, বিজয় শঙ্করের অর্ধশতরান। অনায়াসে জিতল কেকেআর।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- ১৭.৫ ওভারে কেকেআরে দেওয়া লক্ষ্যে পৌঁছে গেল গুজরাট টাইটান্স
- ৩ উইকেট হারিয়ে ১৮০ রান গুজরাটের
- শুভমন গিলের ৩৫ বলে ৪৯ রান
- ২৪ বলে ৫১ রান বিজয় শঙ্করের
- ১৮ বলে ৩২ রান ডেভিড মিলারের
- ৭ উইকেটে জিতল গুজরাট টাইটান্স
-
জিতল গুজরাট
ইডেনে বদলা গুজরাট টাইটান্সের। ৭ উইকেটে কেকেআরকে হারালেন হার্দিক পান্ডিয়ারা।
-
-
অর্ধশতরান বিজয় শঙ্করের
বিজয় শঙ্করের অর্ধশতরান। ২৪ বলে ৫০ রান তাঁর।
-
জোর বাঁচলেন মিলার
ডেভিড মিলারের ক্যাচ ফেললেন সূয়াশ শর্মা।
-
উইকেট পেলেন নারিন
ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে বিরাট সহ জোড়া উইকেট নিয়েছিলেন। সেই ম্য়াচের পর অবশেষে উইকেট নারিনের। রাসেলের হাতে ক্যাচ দিয়ে ৪৯ রানে ফিরলেন শুভমন গিল। ‘সারা’ গ্যালারিতে জ্বলল মোবাইলের লাইট।
-
-
প্রথম আইপিএল উইকেট
হর্ষিত ফেরালেন হার্দিককে (২৬)। প্রথম আইপিএল উইকেট পেলেন হর্ষিত।
-
১০ ওভারে ৮৯/১
১০ ওভারে গুজরাট টাইটান্সের স্কোর ৮৯/১। ক্রিজে হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিল।
-
৬ ওভারে ৫২-১
৬ ওভারে গুজরাটের খাতায় উঠল ১ উইকেট হারিয়ে ৫২ রান।
-
ঋদ্ধিকে ফেরালেন রাসেল
ঘরের মাঠে ১০ বলে ১০ রান করে আউট ঋদ্ধিমান সাহা। ওপেনিং জুটি ভাঙলেন আন্দ্রে রাসেল। ৪.১ ওভারে ৪১-১ গুজরাট। তিন নম্বরে নামলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।
-
রান তাড়া শুরু গুজরাটের
গুজরাটের রান তাড়া শুরু। ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। বল হাতে রাসেল। ব্যাটিংয়ের বল বোলিংয়ে কেকেআরকে ভরসা দিতে পারবেন রাসেল?
-
এক নজরে
১. টস হেরে প্রথমে ব্যাটিং কেকেআরের
২. জেসন রয়ের অনুপস্থিতিতে ওপেনিংয়ে ফেরেন রহমানুল্লা গুরবাজ
৩. ৮১ রানের বিধ্বংসী ইনিংস গুরবাজের
৪. ফর্মে ফিরলেন আন্দ্রে রাসেল
৫. ১৯ বলে ৩৪ রান রাসেলের
৬. ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান কেকেআরের
৭. দুরন্ত ফর্মে মহম্মদ সামি। ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নিলেন
৮. ২১ রান খরচ করে ২টি উইকেট নুর আহমেদের
৯. ২৫ রান খরচ করে ২টি উইকেট জশ লিটলের
১০. ১০০তম ম্যাচে উইকেটবিহীন রইলেন রশিদ খান। ৪ ওভারে ৫৪ রান দিলেন রশিদ
-
কেকেআর ১৭৯-৭
ওভারের শেষ বলে আউট আন্দ্রে রাসেল। মহম্মদ সামির তিন উইকেট। ৭ উইকেট হারিয়ে কেকেআরের স্কোর ১৭৯।
-
আউট রিঙ্কু
নুর আহমেদের জোড়া উইকেট। ২০ বলে ১৯ রান করে ফিরলেন রিঙ্কু সিং।
-
ক্রিজে বার্থডে বয়
কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন আন্দ্রে রাসেল। কাকতালীয়ভাবে আজই জন্মদিন রাসেলের। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করছেন রাসেল।
-
ফিরলেন গুরবাজ
ইডেনে আফগান অ্যাফেয়ার। বিধ্বংসী রহমানুল্লা গুরবাজকে ফেরালেন নুর আহমেদ। ক্যাচ নিলে রশিদ খান। ৩৯ বলে ৮১ রান গুরবাজের। পঞ্চম উইকেট হারাল কেকেআর।
-
রিঙ্কুর ছয়
মোহিত শর্মার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানালেন রিঙ্কু সিং।
-
কেকেআরের ১০০
হার্দিকের বলে গুরবাজের পেল্লাই ছক্কা। ১০০-র গণ্ডি পার করল কেকেআর।
-
পরিত্রাতা রিঙ্কু?
দল বিপদে। ছয় নম্বরে নামলেন রিঙ্কু সিং।
-
আউট ক্যাপ্টেন
এক ওভারে জোড়া উইকেট জশ লিটলের। ভেঙ্কটেশের পর ফিরলেন নীতীশ রানা (৪)।
-
আউট ভেঙ্কটেশ
জস লিটলের বলে এলবিডব্লিউ ভেঙ্কটেশ আইয়ার। ১৪ বলে ১১ রান ভেঙ্কটেশের। তিন উইকেট হারাল কেকেআর। ক্রিজে গুরবাজের সঙ্গে ক্যাপ্টেন নীতীশ রানা।
-
গুরবাজের অর্ধশতরান
জেসন রয়ের পরিবর্তে সুযোগ পেয়েছিলেন। পড়ে পাওয়া সুযোগ পুরোমাত্রায় কাজে লাগালেন রহমানুল্লা গুরবাজ। ২৭ বলে ৫০ রান গুরবাজের। ৯ ওভারে ৮০/২ কেকেআর।
-
পাওয়ার প্লে ওভার শেষ
৬ ওভারে কেকেআর ৬১-২। বেশিরভাগ অবদান গুরবাজের। জোড়া উইকেট হারালেও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করছেন রহমানুল্লা গুরবাজ।
-
আউট শার্দূল
মোহিত শর্মার দুরন্ত ক্যাচ। শূন্য রানে শার্দূল ঠাকুরকে ফেরালেন মহম্মদ সামি। জোড়া উইকেট নিলেন সামি। নতুন ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার।
-
গুরবাজের সিক্সার
চতুর্থ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে জোড়া ছক্কা হাঁকালেন রহমানুল্লা গুরবাজ।
-
তিনে শার্দূল!
তিন নম্বরে এলেন শার্দূল ঠাকুর! ফাটকা নাকি কেকেআরের নতুন পরিকল্পনা?
-
আউট জগদীশন
প্রথম উইকেট হারাল কেকেআর। ব্যক্তিগত ১৯ রান করে সামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন নায়ারণ জগদীশন। ৩ ওভারে ২৩-১ কেকেআর।
-
ইডেনে ম্যাচ শুরু
বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে শুরু হল ম্যাচ। কেকেআরের ওপেনিংয়ে নারায়ণ জগদীশন এবং রহমানুল্লা গুরবাজ। বল হাতে মহম্মদ সামি।
-
নো ওভার লস
বৃষ্টির জন্য খেলা শুরু হতে বিলম্ব হলেও কোনও ওভার লস হয়নি। নির্ধারিত ২০ ওভার করেই হবে ম্যাচ।
-
৪.১৫ নাগাদ শুরু ম্যাচ
ইডেন থেকে আপডেট। ম্যাচ শুরু হবে ৪.১৫ নাগাদ।
-
ম্যাচ শুরু হতে সামান্য দেরি
কভার সরিয়ে দেওয়া হয়েছে। তবে ভেজা আউটফিল্ড। ম্যাচ শুরু হতে সামান্য দেরি। ৩.৪০ নাগাদ ইন্সপেকশন হবে।
-
থেমেছে বৃষ্টি, কভার সরেছে
ইডেনের দর্শকদের জন্য ভালো খবর। থেমেছে বৃষ্টি। সরানো হচ্ছে কভার। অর্থাৎ সময়ে শুরু হবে ম্যাচ। গ্যালারিতে উচ্ছ্বাস।
-
গুজরাট টাইটান্স একাদশ
ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা, জস লিটল
সাবস্টিটিউট: শুভমন গিল, কেএস ভরত, সাই সুদর্শন, শিবম মাভি, জয়ন্ত যাদব
-
কেকেআর একাদশ
পিঠের চোটের জন্য নেই কেকেআরের বিধ্বংসী ব্যাটার জেসন রয়।
নায়ারণ জগদীশন, রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইজে, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
সাবস্টিটিউট: সূয়াশ শর্মা, মনদীপ সিং, অনুকূল রয়, টিম সাউদি, কুলবন্ত খেজরোলিয়া
-
টস হতেই বৃষ্টি শুরু
টস হতেই আকাশ ঝেঁপে শুরু হল বৃষ্টি। ঢাকা পড়ল মাঠ।
-
টস আপডেট
ঘরের মাঠে টস হারল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।
-
ইডেনের আকাশে প্রচণ্ড মেঘের গর্জন
প্রচণ্ড মেঘের গর্জন। দর্শকাসন ভরেছে মাত্র ৫০ শতাংশ।
-
সমর্থন পাচ্ছেন হার্দিকরাও
শুধু কেকেআর নয়, হার্দিকদের হয়েও গলা ফাটাবে এ শহর।
-
শহরে ক্রিকেট জ্বর
বাইরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঝডবৃষ্টির সম্ভাবনাও প্রবল। কিন্তু প্রিয় দলের ম্যাচ তো দেখতেই হবে। শনি দুপুরে ইডেনের সামনে দর্শকদের ভিড়।
-
রেকর্ডের হাতছানি
কোন মাইলস্টোনের সামনে আন্দ্রে রাসেল-হার্দিক পান্ডিয়ারা?
বিস্তারিত পড়ুন: ইডেনে কোন মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা?
-
কেমন থাকবে আবহাওয়া?
শনিবার দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া অফিস। বৃষ্টি কি কাঁটা হবে কেকেআর-গুজরাট ম্যাচে?
Published On - Apr 29,2023 2:30 PM