Joe Root: অবশেষে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সির দায়ভার থেকে সরে দাঁড়ালেন জো রুট

ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট।

Joe Root: অবশেষে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সির দায়ভার থেকে সরে দাঁড়ালেন জো রুট
Joe Root: অবশেষে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সির দায়ভার থেকে সরে দাঁড়ালেন জো রুটImage Credit source: ECB Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 4:17 PM

পাঁচ বছর যে ইংল্যান্ডের (England) টেস্ট (Test) দলের ক্যাপ্টেন্সি দায়িত্ব সামলেছেন জো রুট (Joe Root)। আজ, শুক্রবার সেই দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করলেন রুট। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন রুট। চরম ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে ইংল্যান্ডের টেস্ট দল। অ্যাসেজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারার পর থেকেই রুটের ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে অনেকেই সরব হয়েছিলেন। মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও ১-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আর তার পরই অধিনায়ক হিসেবে রুটের ব্যর্থতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে তিনি নিজেই টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

ইসিবির তরফে প্রকাশিত বিবৃতিতে রুট ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে বলেন, “ক্যারিবিয়ান সফর থেকে ফেরার পর পরিস্থিতি বিবেচনা করে, ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার কেরিয়ারের এটা সব থেকে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। তবে আমি আমার পরিবার ও কাছের মানুষদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি এটাই ক্যাপ্টেন্সি ছাড়ার সঠিক সময়।” ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটন ও নাসের হুসেইনও কিছুদিন আগে জানান, রুটের অধিনায়কত্ব ছাড়ার এটাই সঠিক সময়।

পাশাপাশি রুট আরও বলেন, “আমি আমার পরিবার, ক্যারি, আলফ্রেড এবং বেলাকে ধন্যবাদ জানাতে, যারা আমার সঙ্গে এই সফরে সব সময় পাশে ছিল এবং ভালোবাসা ও সমর্থন দিয়ে আমার জন্য অবিশ্বাস্য স্তম্ভের মতো কাজ করেছে। সকল খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা যারা আমার এই সফরে আমাকে সাহায্য করেছেন, তাঁদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

সকল ইংল্যান্ড সমর্থকদেরও ধন্যবাদ জানান রুট। তিনি বলেন, “আমি সমস্ত ইংল্যান্ড সমর্থকদের তাদের অঢেল সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভাগ্যবান যে বিশ্বের সেরা ভক্তরা আমাদের পাশে রয়েছে। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত। শেষ পাঁচ বছরের দিকে ঘুরে তাকালে আমার অসম্ভব গর্ব হচ্ছে। এই দায়িত্বটা সত্যিই দারুণ সম্মানের। ইংল্যান্ড ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার কাঁধে ছিল। নেতৃত্বের দায়িত্বটা আমি বেশ উপভোগ করেছি। তবে সম্প্রতি দেশে বা বিদেশে আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। আমি পরবর্তী অধিনায়ক, আমার সতীর্থ এবং কোচদের যেমন ভাবে পারব সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।”

অধিনায়ক হিসেবে জো রুটের পরিসংখ্যান খুব একটা নজরকাড়া নয়। তবে রুটই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড শেষ দুটি সিরিজে হারলেও, ক্যাপ্টেন হিসেবে তিনি ২৭ বার দলকে জিতিয়েছেন। মোট ৬৪টি ম্যাচে ইংল্যান্ডের দলকে তিনি নেতৃত্ব দিয়েছিলেনয যার মধ্যে ১১টি ম্যাচে ড্র ও ২৬টি ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। ক্যাপ্টেন হিসেবে দলকে টেস্টে জেতানোর দিক থেকে রুট পিছনে ফেলে দিয়েছেন মাইকেল ভন, স্যার অ্যালেস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রসকে। ভনের নেতৃত্বে ইংল্যান্ড ২৬টি টেস্টে জিতেছিল। এবং কুক ও স্ট্রসের নেতৃত্বে ২৪টি করে টেস্টে জয়লাভ করেছিল ইংলিশব্রিগেড।

আরও পড়ুন: Virat Kohli: বিরাটকেই বিশ্বের সেরা বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন শেন ওয়াটসন