Kapil Dev: কিডন্যাপ করে কপিল দেবকে কোথায় রাখা হল, কেমন আছেন তিনি? রইল ভিডিয়ো
Cricket World Cup: আর মাত্র আটদিন পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবকে কিডন্যাপ করা হয়েছে। হাত ও মুখ বাঁধা অবস্থায় দুই ব্যক্তি তাঁকে কোথাও নিয়ে যাচ্ছেন।
নয়াদিল্লি: বিশ্বকাপের (Cricket World Cup) আমেজ টের পাওয়া যাচ্ছে। আর মাত্র আটদিন পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবকে (Kapil Dev) কিডন্যাপ করা হয়েছে। হাত ও মুখ বাঁধা অবস্থায় দুই ব্যক্তি তাঁকে কোথাও নিয়ে যাচ্ছেন। যে ভিডিয়ো দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি সোশ্যাল মিডিয়া সাইট X-এ সেই ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মতোই কেউ কি এই ভিডিয়োটি পেয়েছেন? আশা করি এটি সত্যিই কপিল দেব নন। প্রার্থনা করি কপিল পাজি সুস্থ আছেন।’ এ বার জানা গেল, ৮৩-র বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবকে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে। এ বার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন সেই ভিডিয়ো।
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
গতকাল (২৬ সেপ্টেম্বর) হাত, মুখ বাঁধা অবস্থায় কপিল দেবকে দুই ব্যক্তির কিডন্যাপ করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছিলেন, এটি কোনও বিজ্ঞাপনের অংশ। এ বার দেখা গেল কপিল দেবকে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে। একঘর ভর্তি লোকজন… অনেকের হাতে লাঠি… বাকিদের হাতে লণ্ঠন। তার মাঝে একটি চেয়ারে বসে কপিল দেব। মুখে কাপড় এবং হাত ও বুক দড়ি দিয়ে বাঁধা। আর বাইরে পুলিশ মাইকিং করছেন, ‘বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে কেন কিডন্যাপ করলে?’ সেই সময় ওই ঘরের ভিতরে থাকা এক ব্যক্তি জানালার পাশ থেকে বলে ওঠেন, ‘আমাদের গ্যারান্টি দিতে হবে যে আইসিসি বিশ্বকাপের সময় কারেন্ট যাবে না।’ অপর একজন বলেন, তাঁরা কপিল দেবকে কিছু করবেন না। কারণ তাঁরা কপিলের বড় ফ্যান।
এমন কথা শোনার পর এক পুলিশ আবার মাইকিং করে জানান, কারেন্ট নিয়ে চিন্তা কীসের? কারণ, ডিজনি প্লাস হটস্টারে আইসিসি বিশ্বকাপ একেবারে ফ্রি। এরপর ওই ঘরের ভেতর থাকা একজন বলে ওঠেন, ম্যাচ দেখার জন্য ডেটা প্যাক কে কিনে দেবেন? তখন ওই পুলিশ আরও জানান, ডিজনি প্লাস হটস্টারে ডেটা সেভার মোড রয়েছে। এরপর ওই ঘরে থাকা এক ব্যক্তি কপিল দেবকে জিজ্ঞাসা করেন সেটা সত্যি কিনা। তিনি হ্যাঁ বলার পরে তাঁরা কপিল দেবকে সরি বলে হাত-বুকের দড়ি খুলে দেন। সবশেষে কপিল দেবকে বলতে শোনা যায়, ‘শুধু এসো, আর ফ্রি-তে দেখতে থাকো বিশ্বকাপ।’ এই ভিডিয়োটি শেয়ার করেছে ডিজনি প্লাস হটস্টার। যা থেকে পরিষ্কার বিশ্বকাপ বিনামূল্যে ডিজনিতে দেখা যাবে, তার প্রচারের অংশ হিসেবে কপিল দেবকে কিডন্যাপ করার এই প্রোমোটি রিলিজ় করা হয়েছে।
.@therealkapildev paaji ko kidnap kyun karna? #DisneyPlusHotstar hai na!
Dekho poora ICC Men’s Cricket World Cup bilkul FREE on mobile! Data saver mode ke saath!#ItnaSabFreeKa #WorldCupOnHotstar pic.twitter.com/LcoEcr3Iub
— Disney+ Hotstar (@DisneyPlusHS) September 26, 2023
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীর শেয়ার করে লিখেছেন, ‘কপিল পাজি অভিনয়ে বিশ্বকাপ আপনিই জিতবেন।’
Areh @therealkapildev paaji well played! Acting ka World Cup 🏆 bhi aap hi jeetoge! Ab hamesha yaad rahega ki ICC Men’s Cricket World Cup is free on @DisneyPlusHS mobile pic.twitter.com/755RVcpCgG
— Gautam Gambhir (@GautamGambhir) September 26, 2023