Kieron Pollard: ভিডিয়ো: ৬, ৬, ৬, ৬, ৬ – রিঙ্কু সিংয়ের স্মৃতি ফিরল কায়রন পোলার্ডের ব্যাটে

Watch Video: ক্যারিবিয়ান সুপারস্টার কায়রন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সঙ্গে তিনি যুক্ত। দ্যা হান্ড্রেডে তাঁকে বিধ্বংসী মেজাজে এ বার দেখা যাচ্ছে।

Kieron Pollard: ভিডিয়ো: ৬, ৬, ৬, ৬, ৬ - রিঙ্কু সিংয়ের স্মৃতি ফিরল কায়রন পোলার্ডের ব্যাটে
Kieron Pollard: ভিডিয়ো: ৬, ৬, ৬, ৬, ৬ - রিঙ্কু সিংয়ের স্মৃতি ফিরল কায়রন পোলার্ডের ব্যাটে
Follow Us:
| Updated on: Aug 11, 2024 | 1:13 PM

কলকাতা: পাঁচ বলে টানা ৫টি ছয়… এই কীর্তি করে রিঙ্কু সিং (Rinku Singh) শোরগোল ফেলে দিয়েছিলেন। ২০২৩ সালের আইপিএলে কেকেআরকে (KKR) এক ওভারে ৫টি ছয় মেরে এক ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। এরপর থেকে তাঁকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মাতামাতি বেড়ে যায়। এ বার দ্য হান্ড্রেডে ফিরল রিঙ্কু সিংয়ের এক ওভারে পাঁচ ছক্কার স্মৃতি। তা ফেরালেন কে? ক্যারিবিয়ান সুপারস্টার কায়রন পোলার্ড (Kieron Pollard)। আর কোন বোলারকে হজম করতে হল এক নাগাড়ে ৫টে ছয়?

ক্যারিবিয়ান সুপারস্টার কায়রন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সঙ্গে তিনি যুক্ত। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স টিমের সদস্য। আগে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন পোলার্ড। বর্তমানে তিনি ওই টিমের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন। সেই তিনি এখনও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। তার মধ্যেই একটি হল দ্যা হান্ড্রেড। সেখানে তাঁকে বিধ্বংসী মেজাজে এ বার দেখা যাচ্ছে। সাউদার্ন ব্রেভের পোলার্ড ট্রেন্ট রকেটসের রশিদ খানকে এক ওভারে টানা ৫টি ছয় মেরেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে।

সাউদাম্পটনের রোজ বাউলে ট্রেন্ট রকেটস প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৬ রান তোলে। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে নেয় সাউদার্ন ব্রেভ। যার ফলে ২ উইকেটে এই ম্যাচ জিতেছে সাউদার্ন ব্রেভ। ২৩ বলে ৪৫ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কায়রন পোলার্ড।