কলকাতা: হাতে আর মাত্র একটা দিন। শুক্রবার শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ। দিন-রাতের এই টেস্ট ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। একে পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। তার উপর টিমে ফিরেছেন ভারত অধিনায়ক। শুভমন গিলও ফিট হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে একটা বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে, তা হল অ্যাডিলেড টেস্টে কেমন হবে ভারতের একাদশ। রোহিত টিমে ফেরায় লোকেশ রাহুল (KL Rahul) কি আর সুযোগ পাবেন না একাদশে? ক্রিকেটমহলে ঘুরছে এই প্রশ্নও। এই পরিস্থিতে অ্যাডিলেড টেস্টের আগে রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, কত নম্বরে ব্যাটিংয়ে নামতে পারেন তিনি। এই প্রশ্নে যা উত্তর দিয়েছেন ভারতীয় তারকা, তাতে সকলকে চুপ করাতে পেরেছেন।
টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে ৪টি পজিশনে ব্যাটিং করেছেন রাহুল। ওপেনিং ছাড়া ৩, ৪ ও ৬ নম্বরে ব্যাটিংয়ে দেখা গিয়েছে রাহুলকে। অ্যাডিলেডে রোহিত ও যশস্বীকে যদি ওপেনিংয়ে দেখা যায় তা হলে রাহুলকে কত নম্বরে দেখা যেতে পারে? তাঁর সামনে ব্যাটিং পজিশনের প্রশ্ন রাখলে তিনি বলেন, ‘আমাকে জানিয়ে দেওয়া হয়েছে কত নম্বরে ব্যাটিং করব। কিন্তু বলা হয়েছে তা যেন আজ না জানাই।’ রাহুলের এই উত্তর শুনে প্রেস কনফারেন্স রুমে ওঠে হাসির রোল। এরপরই তিনি বলেন, ‘উত্তরটা জানতে আপনাদের আর একটা দিন অপেক্ষা করতে হবে। এরপর যখন ক্যাপ্টেন এসে জানাবে একাদশ, পরিষ্কার হয়ে যাবে।’
৫৪টি টেস্টে ৩ হাজারের বেশি রান করা রাহুল বলেন, ‘আমি একাদশে থাকতে চাই। দলের হয়ে যে কোনও পজিশনে ব্যাট করতে চাই। দলের হয়ে রান করতে চাই। অতীতে আমি একাধিক পজিশনে ব্যাটিং করেছি। শুরুর দিকে একটু চ্যালেঞ্জিং লাগত। টেকনিক্যালি নয়, সেটা মানসিকভাবে হত। শুরুর ২০-২৫টা বল কী ভাবে সামলাব সেটা চলত মাথায়। কত তাড়াতাড়ি আক্রমণে যাব। এ সব ঘুরত। কিন্তু এখন আমি নানা জায়গায় টেস্ট ও ওডিআই খেলেছি। তা থেকে আমি একটা আইডিয়া পেয়েছি যে কী ভাবে নিজের ইনিংসকে গোছাতে পারি।’
পারথ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ওপেনিংয়ে নেমেছিলেন। প্রথম ইনিংসে ৭৪ বলে ২৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৭৬ বলে ৭৭ রান করেন। এ বার দেখার অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের একাদশে রাহুল সুযোগ পান কিনা।