India vs Bangladesh: মালিঙ্গার নাম নিয়ে সাকিবকে স্লেজিং বিরাটের, লঙ্কান কিংবদন্তি বললেন…

Watch Video: চেন্নাই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ব্যাটিং করার সময় বাংলাদেশের অলরাউন্ডারের তুলনা করেছিলেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গে। এ বার সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং মালিঙ্গা।

India vs Bangladesh: মালিঙ্গার নাম নিয়ে সাকিবকে স্লেজিং বিরাটের, লঙ্কান কিংবদন্তি বললেন...
মালিঙ্গার নাম নিয়ে সাকিবকে স্লেজিং বিরাটের, লঙ্কান কিংবদন্তি বললেন...Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 22, 2024 | 4:10 PM

কলকাতা: ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্ট ম্যাচ দেখতে দেখতে শেষ। প্রত্যাশা মতো চেন্নাই টেস্ট ৫দিনে গড়াল না। সাড়ে তিন দিনেই মিলল ফলাফল। ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য এই টেস্ট মনে রাখার মতো। কিন্তু এই তালিকায় বিরাট কোহলি (Virat Kohli) পড়ছেন না। টেস্টে তাঁর প্রত্যাবর্তন যে ভালো হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বিরাট করেছিলেন মাত্র ৬ রান। আর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে আসে ১৭ রান। যা দেখে বলাই যায়, এই রান একেবারেই কোহলির নামের পাশে মানায় না। দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাটে বড় রান আসতেই পারত। তিনি ডিআরএস নেননি। যে কারণে আউট না থেকেও মাঠ ছাড়তে হয় তাঁকে। আর এই সবের মাঝেও যখন বিরাট ব্যাটিং করছিলেন, তখন সাকিবের (Shakib Al Hasan) সঙ্গে মজায় মেতেছিলেন। বাংলাদেশের অলরাউন্ডারের তিনি তুলনা করেছিলেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গেও। এ বার সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং মালিঙ্গা।

বিরাট যখন চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিলেন, সেই সময় হঠাৎই সাকিবকে বলেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি! একের পর এক ইয়র্কার দিচ্ছিলে।’ বিরাটের কথা প্রথমে সাকিব বুঝতে পারেননি। তা বোঝার পরই হাসতে থাকেন বাংলাদেশের অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে লাসিথ মালিঙ্গা ভারত-বাংলাদেশের প্রথম টেস্টে বিরাট-সাকিবের কথোপকথনের ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘Niyamai malli’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘অসাধারণ, ভাই।’ বোঝাই যায়, পুরো বিষয়টি মজার ছলেই নিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি।

চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এ বার কানপুরে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন বিরাট। এ বছর তিন ফর্ম্যাটে সেই অর্থে বিরাটকে ছন্দে দেখা যায়নি। ১৫টি ম্যাচে ১৭টি ইনিংসে কোহলি ৩১৯ রান করেছেন। গড় ১৮.৭৬। তাতে রয়েছে ১টি হাফসেঞ্চুরি। সর্বাধিক স্কোর ৭৬। তা কোহলি করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে।