MI IPL Auction 2025: একঝাঁক তারকা, রোহিতদের সঙ্গে ঢেলে দল সাজালো মুম্বই

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 25, 2024 | 11:53 PM

Mumbai Indians Auction Players : জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে মোট ১৮ জন ক্রিকেটারকে কিনেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রাথমিক ভাবে দুর্বল মনে হলেও শেষ অবধি দুর্দান্ত স্কোয়াড তৈরি। কোর টিমের পাশাপাশি একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটারকে নিতে পেরেছে মুম্বই।

MI IPL Auction 2025: একঝাঁক তারকা, রোহিতদের সঙ্গে ঢেলে দল সাজালো মুম্বই
মুম্বই ইন্ডিয়ান্স

Follow Us

কলকাতা: রোহিত শর্মার জমানায় মুম্বই ইন্ডিয়ান্সে ছিল সোনার সময়। তাঁর নেতৃত্বে এমআইতে অতীতে এসেছিল পাঁচ পাঁচটা আইপিএল ট্রফি। কিন্তু সেই রোহিতের জায়গাতেই গত আইপিএলের আগে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই। ১৭তম আইপিএলটা খুবই খারাপ কেটেছিল এমআইয়ের। পয়েন্ট টেবলের ১০ নম্বর স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেন রোহিতরা। যে কারণে ক্রিকেট মহলে অনেকই বলেন এই মরসুমটা হয়তো এমআই ব্রিগেড ভুলে যেতে চায়। এ বার পঁচিশের আইপিএলে স্বমহিমায় ফেরার অপেক্ষায় মুম্বই। সৌদি আরবের জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে (IPL Mega Auction) কাদের কিনল মুম্বই, এক ঝলকে দেখে নিন কেমন দল সাজাল এমআই।

পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এ বারের মেগা নিলামের আগে রিটেন করেছিল ৫জন ক্রিকেটারকে। ৪৫ কোটি টাকা নিয়ে মেগা নিলামে প্লেয়ারদের দলে নেওয়ার জন্য নেমেছিল মুম্বই। একজন ক্রিকেটারকে আরটিএম ব্যবহার করে দলে নেওয়ার সুযোগ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। মেগা নিলামের আগে রোহিতের দলে মোট ২০টি স্লট খালি ছিল। যেখানে সুযোগ ছিল ৮ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার।

এক ঝলকে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স —

এই খবরটিও পড়ুন

জসপ্রীত বুমরা – ১৮ কোটি টাকা, সূর্যকুমার যাদব – ১৬.৩৫ কোটি টাকা, হার্দিক পান্ডিয়া – ১৬.৩৫ কোটি টাকা, রোহিত শর্মা – ১৬.৩০ কোটি টাকা, তিলক ভার্মা – ৮ কোটি টাকা।

জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল মুম্বই ইন্ডিয়ান্স, রইল পুরো তালিকা —

  1. ট্রেন্ট বোল্ট – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১২ কোটি ৫০ লক্ষ।
  2. দীপক চাহার – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৯ কোটি ২৫ লক্ষ।
  3. উইল জ্যাকস – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন ৫ কোটি ২৫ লক্ষ।
  4. নমন ধীর – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৫ কোটি ২৫ লক্ষ।
  5. আল্লাহ গজনফর – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৪ কোটি ৮০ লক্ষ।
  6. মিচেল স্যান্টনার – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২ কোটি।
  7. রায়ান রিক্লেটন – বেস প্রাইস – ১ কোটি, নিলামে দর পেলেন – ১ কোটি।
  8. লিজাড উইলিয়ামস- ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসেই।
  9. রিস টপলি – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৭৫ লক্ষ।
  10. রবিন মিঞ্জ – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৬৫ লক্ষ।
  11. করণ শর্মা – বেস প্রাইস – ৫০ লক্ষ, নিলামে দর পেলেন – ৫০ লক্ষ।
  12. বিগ্নেশ পুথুর-৩০ লক্ষ টাকার বেস প্রাইসেই
  13. অর্জুন তেন্ডুলকর- ৩০ লক্ষ টাকার বেস প্রাইসেই।
  14. রাজ অঙ্গদ বাওয়া – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  15. শ্রীজিথ কৃষ্ণন – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  16. অশ্বিনী কুমার – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  17. সত্যনারায়ণ রাজু – বেস প্রাইস ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  18. বেভন জেকবস- বেস প্রাইস ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
Next Article