CSK IPL Auction 2025: অশ্বিনের সঙ্গে স্যামকেও ফেরাল CSK, ধোনির টিমে নতুন মুখ অংশুল
Chennai Super Kings Auction Players : জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে মোট ২০ জন ক্রিকেটারকে কিনেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
কলকাতা: সৌদি আরবের জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে (IPL Mega Auction) বাড়তি নজর ছিল চেন্নাই সুপার কিংসে। প্রত্যাশা মতো মহেন্দ্র সিং ধোনিকে মেগা নিলামের আগে ধরে রেখেছিল সিএসকে (CSK)। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ এই পাঁচ বার আইপিএলের সোনালি ট্রফি এসেছে চেন্নাই সুপার কিংস শিবিরে। চব্বিশের আইপিএলটা ভালো কাটেনি ইয়েলোব্রিগেডের। পঁচিশে ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে নামার ভাবনা রয়েছে মাহির টিমের। এ বার দেখার মেগা নিলাম থেকে ঠিক কেমন দল সাজাল সিএসকে।
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এ বারের মেগা নিলামের আগে রিটেন করেছিল ৫জন ক্রিকেটারকে। ৫৫ কোটি টাকা নিয়ে মেগা নিলামে প্লেয়ারদের দলে নেওয়ার জন্য নেমেছিল সিএসকে। একজন ক্রিকেটারকে আরটিএম ব্যবহার করে দলে নেওয়ার সুযোগ ছিল চেন্নাই সুপার কিংসের। মেগা নিলামের আগে ধোনির দলে মোট ২০টি স্লট খালি ছিল। যেখানে সুযোগ ছিল ৭ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার।
এক ঝলকে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল চেন্নাই সুপার কিংস —
ঋতুরাজ গায়কোয়াড় – ১৮ কোটি টাকা, মাতিসা পাথিরানা – ১৩ কোটি, শিবম দুবে – ১২ কোটি, রবীন্দ্র জাডেজা – ১৮ কোটি, মহেন্দ্র সিং ধোনি – ৪ কোটি।
জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল চেন্নাই সুপার কিংস, রইল পুরো তালিকা —
- নুর আহমেদ – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১০ কোটি
- রবিচন্দ্রন অশ্বিন – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৯ কোটি ৭৫ লক্ষ
- ডেভন কনওয়ে – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৬ কোটি ২৫ লক্ষ
- সৈয়দ খলিল আহমেদ – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৪ কোটি ৮০ লক্ষ
- রাচিন রবীন্দ্র – বেস প্রাইস – ১ কোটি ৫০ লক্ষ, নিলামে দর পেলেন – ৪ কোটি। তাঁর জন্য RTM ব্যবহার করেছে সিএসকে।
- অংশুল কম্বোজ – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩ কোটি ৪০ লক্ষ
- রাহুল ত্রিপাঠী – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৩ কোটি ৪০ লক্ষ
- স্যাম কারান – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২ কোটি ৪০ লক্ষ
- গুরজপনীত সিং – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ২ কোটি ২০ লক্ষ
- দীপক হুডা – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৭০ লক্ষ
- বিজয় শংকর – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ২০ লক্ষ
- মুকেশ চৌধুরি – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
- শেখ রশিদ – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
- নাথান এলিস – বেস প্রাইস – ১ কোটি ২৫ লক্ষ, নিলামে দর পেলেন – ২ কোটি
- জেমি ওভারটন – বেস প্রাইস – ১ কোটি ৫০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৫০ লক্ষ
- রামকৃষ্ণ ঘোষ – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
- কমলেশ নাগরকোটি – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
- শ্রেয়স গোপাল – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
- বংশ বেদী – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৫৫ লক্ষ
- আন্দ্রে সিদ্ধার্থ-বেস প্রাইস ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ