অর্পিতার জামিনের পর এবার নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত আরও এক ‘পার্থ-ঘনিষ্ঠ’
Recruitment Scam: মানিক ভট্টাচার্য ও পার্থর ষড়যন্ত্রেই ২০১৪ সালের টেট পরীক্ষায় পাশ না করা প্রার্থীরা চাকরি পায় বলে অভিযোগ ওঠে। আর সেই কেলেঙ্কারিতেই উঠে এসেছিল সন্তুর নাম।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে সোমবারই জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। আর এদিনই কেন্দ্রীয় সংস্থার জালে আরও এক। নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হল পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর নাম অনেক আগেই জড়িয়েছে। এবার একেবারে সিবিআই-এর জালে সেই ব্যবসায়ী।
সন্তুর বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি ও সিবিআই। নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসেবে সন্দেহ ক রা হত তাঁকে। আজ, সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়। সূত্রের খবর, এদিন তিনি তদন্তে সহযোগিতা করেননি, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
মানিক ভট্টাচার্য ও পার্থর ষড়যন্ত্রেই ২০১৪ সালের টেট পরীক্ষায় পাশ না করা প্রার্থীরা চাকরি পায় বলে অভিযোগ ওঠে। আর সেই কেলেঙ্কারিতেই উঠে এসেছিল সন্তুর নাম। জানা যায়, অযোগ্য প্রার্থীদের তালিকা অয়ন শীলই মেল করে পাঠিয়েছিলেন এই সন্তু গঙ্গোপাধ্যায়কে। সন্তু সেই তালিকা কুন্তলকে দেয়। অয়ন আট এজেন্টের মাধ্যমে ১.৬৭ কোটি টাকা তুলেছিল বলে খবর। সেই টাকা সন্তুর কাছে গিয়েছিল বলেও জানা যাচ্ছে। সন্তু গঙ্গোপাধ্যায় বেহালার বাসিন্দা।