Mohammed Shami ভিডিয়ো: অবশেষে নেটে বোলিং শুরু মহম্মদ সামির, কোন সিরিজ থেকে পাওয়া যাবে!
Indian Cricket Team: একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স করেছেন। ভারত টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। মহম্মদ সামি খেলেছিলেন সাতটি ম্যাচে। আর এতেই নিয়েছেন ২৪ উইকেট! সেমিফাইনালের মঞ্চে একাই নিয়েছিলেন সাত উইকেট।
ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামির পারফরম্যান্স নজরকাড়া। ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপে প্রাথমিক ভাবে অবশ্য সুযোগ পাচ্ছিলেন না সামি। ভারতের চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পান। এরপরই একাদশে জায়গা হয় মহম্মদ সামির। সুযোগ পেয়ে হতাশ করেননি সামি। একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স করেছেন। ভারত টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। মহম্মদ সামি খেলেছিলেন সাতটি ম্যাচে। আর এতেই নিয়েছেন ২৪ উইকেট! সেমিফাইনালের মঞ্চে একাই নিয়েছিলেন সাত উইকেট। যদিও ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। আরও একটা অস্বস্তির খবরও ছিল। বিশ্বকাপেই চোট পেয়েছিলেন সামি। অবশেষে নেটে বোলিং শুরু করলেন।
ওয়ান ডে বিশ্বকাপের পর একের পর এক সিরিজে পাওয়া যায়নি মহম্মদ সামিকে। চোট খুবই গুরুতর ছিল। অপারেশনও করাতে হয়। দীর্ঘদিন ক্রাচ নিয়ে হেঁটেছেন। এরপর জিম শুরু করেন। ভাই মহম্মদ কাইফের সঙ্গে জিমের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মহম্মদ সামি। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। জিম্বাবোয়েতেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতের তরুণ দল। এরপর শ্রীলঙ্কা সফর। সেখানে সাদা বলের সিরিজই রয়েছে। ভারতের পরবর্তী লক্ষ্য চ্য়াম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজ থেকেই যেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হয়ে যাবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নজর দিতে হবে। পেস বোলিংয়ে চাই নানা বিকল্প। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের পাশাপাশি ফুল ফিট সামিকে টেস্টে খুবই দরকার। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সব কিছু ঠিক থাকলে এই সিরিজেই ফিরতে পারেন মহম্মদ সামি। যদিও তাঁকে নিয়ে তাড়হুড়ো করার ঝুঁকি নাও নেওয়া হতে পারে। কারণ, নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এর মধ্যে একটি দিন-রাতে গোলাপি বলের টেস্ট।
GREAT NEWS FOR TEAM INDIA. 🇮🇳
– Mohammad Shami resumes bowling in the nets. pic.twitter.com/HT384LdxyX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 16, 2024