MS Dhoni : হাঁটু কেমন আছে? বিমানবন্দরের ঠাসা ভিড়ের মধ্যে ফ্যানকে উত্তর দিলেন মাহি
শেষবার মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই ছাড়েন তখন হাঁটুর চোট ভোগাচ্ছিল তাঁকে। গোটা টুর্নামেন্ট খেলেছেন হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে।
চেন্নাই : পঞ্চম আইপিএল ট্রফি জয়ের পর ফের একবার চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ আইপিএলের মাস দেড়েক পর ফের থালা’কে দেখা গেল তাঁর প্রিয় শহরে। তাঁকে নিয়ে চেন্নাইবাসীর আবেগ অন্য পর্যায়ের। ধোনির চেন্নাইয়ের ফেরার খবর অনুরাগীদের কাছে ছিলই। বিমানবন্দরের বাইরে আগে থেকেই ভিড় করেছিলেন কয়েকশো সমর্থক। আইপিএলের সময় তাঁকে নিয়ে যে ক্রেজ দেখা গিয়েছিল, তার ঝলক পাওয়া গেল আরও একবার। স্ত্রী সাক্ষীকে নিয়ে মাহি বিমানবন্দরের গেট থেকে বেরতেই ধোনি…ধোনি (MS Dhoni) চিৎকার। হলুদ ফুল ছুঁড়ে তাঁকে স্বাগত জানানো হয়। মাহিও ঠোঁটের কোনায় হাসি রেখে ফ্যানদের অভিবাদন কুড়েলেন। সাক্ষীকে দেখা গেল হাসিমুখে। তারই মধ্যে এক অনুরাগী ধোনির উদ্দেশে একটি প্রশ্ন করেছিলেন। ভিড়ে ঠাসা বিমানবন্দরে সেই প্রশ্ন এড়াল না ধোনির কান। সামান্য ঘুরে উত্তরও দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ধোনির সেই প্রতিক্রিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শেষবার মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই ছাড়েন তখন হাঁটুর চোট ভোগাচ্ছিল তাঁকে। গোটা টুর্নামেন্ট খেলেছেন হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে। চোট বেগ দিলেও দলের জন্য মাথাব্যথা হতে চাননি। তাই ব্যান্ডজ বেঁধে খেলে গিয়েছেন। সেই কষ্ট বৃথা যায়নি। পঞ্চমবারের মতো চেন্নাই সুপার কিংসের হাতে তুলে দিয়েছেন আইপিএল ট্রফি। আইপিএল জয়ের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে এখন সমানে সমানে। আইপিএল শেষ হতেই হাঁটুর চোটের অস্ত্রোপচারের জন্য ধোনিকে মুম্বইয়ে ছুটতে হয়। অস্ত্রোপচার শেষে রাঁচি ফিরে যান। মাস দেড়েক ধরে রাঁচির বাড়িতেই ছিলেন। তারই মাঝে ৪২তম জন্মদিন পালন করেছেন। এ বার ফের কাজে ফেরার পালা। তবে ক্রিকেট নয়।
View this post on Instagram
ধোনির এ বার চেন্নাইয়ে যাওয়ার কারণ অন্য। ধোনি এখন আর শুধু ক্রিকেটের গণ্ডিতে নেই। নিজের প্রোডাকশন হাউস খুলে ব্যবসা শুরু দিকে মন দিয়েছেন। ২২ গজে দায়িত্ব পালনের পর এ বার সেদিকেই মন দেওয়ার পালা। ধোনির প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘লেটস গেট ম্যারেড’ মুক্তি পাবে শীঘ্রই। তার আগে সিনেমার ট্রেলার লঞ্চ। সেই উপলক্ষে চেন্নাইয়ে গিয়েছেন ধোনি ও সাক্ষী। রবিবার বিমানবন্দরে নামার পর এক অনুরাগী ধোনিকে প্রশ্ন করেন, “মাহি ভাই হাঁটু এখন কেমন আছে?” জবাবে, হাত নেড়ে ধোনি বুঝিয়ে দেন, তিনি এখন ভালো আছেন।
MS Dhoni arrived in Chennai.
Huge welcome for Thala, incredible scenes. pic.twitter.com/TBw9nq2chx
— Johns. (@CricCrazyJohns) July 9, 2023