MS Dhoni: CSK-তে মাহি অধ্যায়ের ইতি? IPL রিটেনশন নিয়ম নিয়ে আলোচনার মাঝে সামনে বড় তথ্য
CSK, IPL: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণে ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংস টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে প্রতি ম্যাচেই ঋতু সাহায্য পেয়েছিলেন চেন্নাইয়ের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনির।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সম্প্রতি মার্কিন মুলুক থেকে ফিরেছেন। আর এরই মাঝে দেশে তাঁকে নিয়ে চরম মাতামাতি হচ্ছে। খুব শীঘ্রই বোর্ডের পক্ষ থেকে আইপিএলের রিটেনশন নিয়ম প্রকাশ করা হবে। তার আগে আলোচনা শুরু হয়েছে মাহিকে নিয়ে। জোর জল্পনা হচ্ছে, চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ধোনি অধ্যায়ের কি ইতি হয়ে গিয়েছে? এখনও অবধি যা জানা গিয়েছে, তাতে সিএসকে টিম ম্যানেজমেন্টকে ধোনি আগামী আইপিএলে (IPL) খেলবেন নাকি খেলবেন না, তা জানাননি। ফলে তাঁকে সিএসকে আইপিএল নিলামের আগে রিটেইন করবে কিনা, তাও নিশ্চিত নয়।
মহেন্দ্র সিং ধোনি গত বারের আইপিএলে হাঁটুর চোট নিয়েই খেলেছিলেন। নেতৃত্ব দেননি দলকে ঠিকই। কিন্তু সর্বত ভাবে ঋতুরাজ গায়কোয়াড়কে সাহায্য করেছেন। গাইড করেছেন। তবে পঁচিশের আইপিএলের ঋতু ও সিএসকের মাথায় ধোনির হাত থাকবে কিনা, তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে চেন্নাই সুপার কিংসের এক সূত্র বলেছেন, ‘ওর কাছ থেকে এ বিষয়ে কিছু জানতে পারিনি আমরা। বিসিসিআই প্লেয়ার রিটেনশনের নম্বর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করলে বিষয়টা নিয়ে স্পষ্ট ধারনা পাওয়া যাবে।’
যদি ধোনি আগামী বছরের আইপিএলে খেলবেন বলেন, তা হলে সিএসকে তাঁকে অবশ্যই রিটেইন করবে। আপাতত আইপিএলের রিটেনশন নিয়ম বোর্ড প্রকাশ না করা অবধি কোনও বিষয়েই স্পষ্ট ধারনা পাচ্ছে না ১০ ফ্র্যাঞ্চাইজি। ধোনি শেষ আইপিএলে নেতৃত্ব ছেড়েছেন। চব্বিশের আইপিএলে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেছিলেন ধোনি। ১১টি ইনিংসে তিনি ৭৩টি ডেলিভারির মুখোমুখি হয়েছিলেন। তাতে করেন ১৬১ রান। এ বার পঁচিশের আইপিএলে যদি তাঁকে ২২ গজের জায়গায় ডাগ আউটে দেখা যায় অবাক হওয়ার থাকবে না। প্রশ্ন অনেক, উত্তর দেবে সময়।