Virat Kohli: ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটের কাছেও বড় ধাক্কা… বিরাটকে নিয়ে কে বললেন এ কথা?

India vs England: দেশের মাটিতে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্টে খেলেননি বিরাট কোহলি। বাকি থাকা ৩টি টেস্টের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। আপাতত শোনা গিয়েছে, সিরিজের পরবর্তী ২টো টেস্টে পাওয়া যাবে না বিরাটকে। এই খবর যেমন ভারতীয় শিবিরে অস্বস্তির, তেমনই ইংল্যান্ড শিবিরের জন্য স্বস্তির।

Virat Kohli: ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটের কাছেও বড় ধাক্কা... বিরাটকে নিয়ে কে বললেন এ কথা?
ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটের কাছেও বড় ধাক্কা... বিরাটকে নিয়ে কে বললেন এ কথা?Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 6:40 PM

কলকাতা: ত্রাসের নাম যখন বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, কিং কোহলিকে আটকানোর জন্য বিশেষ পরিকল্পনা থাকেই থাকে। ভারতের যে ম্যাচ বিরাট কোহলি খেলেন না, তাতে যেন আগে থেকেই স্বস্তি পায় বিপক্ষ শিবির। দেশের মাটিতে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্টে খেলেননি বিরাট কোহলি। বাকি থাকা ৩টি টেস্টের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। আপাতত শোনা গিয়েছে, সিরিজের পরবর্তী ২টো টেস্টে পাওয়া যাবে না বিরাটকে। এই খবর যেমন ভারতীয় শিবিরে অস্বস্তির, তেমনই ইংল্যান্ড শিবিরের জন্য স্বস্তির। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেনও তেমনটাই মনে করেন।

রোহিত-স্টোকসদের ৫ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ দাঁড়িয়ে। রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। এই টেস্ট জিতে সিরিজে ভারত এগিয়ে যাবে নাকি ফের ব্যবধান বাড়াবে ইংল্যান্ড সেটাই দেখার। একইসঙ্গে ক্রিকেট প্রেমীদের নজর রয়েছে বিরাট কোহলির দিকেও। তাঁকে এই টেস্টের তৃতীয় ম্যাচে সত্যিই কী দেখা যাবে না? ভারতীয় স্কোয়াড ঘোষণা না হওয়া অবধি এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। সম্প্রতি স্কাই স্পোর্টসকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেন বলেছেন, ‘এই মুহূর্তে কোনও কিছুই নিশ্চিত নয়। জল্পনা রয়েছে যে পরের দুটো টেস্টে বিরাট খেলবে না। আগামী ৩টে টেস্টের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। পরের তিনটে টেস্টে কী হবে তা নিশ্চিত নয়। তবে বিরাটের না থাকাটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কার।’

বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না বলে এই সিরিজের জন্য অনেক ক্রিকেট প্রেমী আগ্রহ হারিয়েছেন। নাসির হুসেনের কথায়, ‘বিরাটের না খেলাটা ভারতীয় টিমের জন্য বড় ধাক্কার। এই সিরিজের জন্য বড় ধাক্কার। এবং বিশ্ব ক্রিকেটের জন্যও বড় ধাক্কার। এই সিরিজটা দারুণ হতে চলেছে। যে দুই ম্যাচ হয়েছে, তাতে তা প্রমাণ হয়েছে। প্রথম দুটো ম্যাচ অসাধারণ হয়েছে।’

প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স কয়েকদিন আগে জানান, বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। তাই এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তাতে কোনও ভুল দেখেননি এবিডি। নাসির হুসেনও অবশ্য বিরাটের পরিবারের সঙ্গে সময় কাটানোকে সমর্থন করছেন। একইসঙ্গে তিনি জানান, এটা ঠিক যে এই সিরিজে কোহলি-অ্যান্ডারসন দ্বৈরথটা সকলেই মিস করছেন।