NED vs AFG, ICC World Cup 2023 Highlights: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক, নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান
Netherlands vs Afghanistan, ICC world Cup 2023 Live Score Updates: ওডিআই বিশ্বকাপে আজ শুক্রবার লখনউতে মুখোমুখি স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস এবং হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে ডাচরা জিতেছে। পাশাপাশি জোড়া জয়ের পর নেদারল্যান্ডের বিরুদ্ধে নেমেছে আফগানরা। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।
লখনউ: চলতি বিশ্বকাপে অঘটনকে রশিদ খানরা নিয়ম করে ফেলেছেন। যদি আরও ভালো করে বলা হয় তা হলে বলতে হবে বিশ্বকাপের (ICC World Cup 2023) সব অঙ্ক ঘেঁটে দিয়েছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান (Afghanistan)। এখন আর আফগানিস্তানের জয়কে অঘটন বলা যায় না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে লখনউতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন রহমানুল্লা গুরবাজ ও মুজিব উর রহমানরা। লক্ষ্য পূরণও হল। ডাচদের হারিয়ে আফগানদের পয়েন্ট হল ৮। তাদের জয়ে শেষ চারের অঙ্ক কঠিন হল বেশ কিছু দলের জন্য। সেমিফাইনালের দৌড়ে ভালো ভাবেই রয়েছে আফগানিস্তান। এই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: আরও একটি জয়
বিশ্বকাপে আরও একটা জয়। আফগানরা দুরন্ত গতিতে ছুটছে। বিস্তারিত পড়ুন : জয়ের হ্যাটট্রিক, নিউজিল্যান্ডকে প্রবল চাপে ফেলল আফগানিস্তান
-
ICC World Cup 2023: হাফসেঞ্চুরি রহমতের
৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন রহমত শাহ। তাঁর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি।
-
-
ICC World Cup 2023: আফগানদের ১৫ ওভারের খেলা শেষ
- আফগানিস্তানের ১৫ ওভারের খেলা শেষ
- এই ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানিস্তান তুলেছে ৮০ রান
- ক্রিজে রহমত শাহ ও হসমতউল্লাহ শাহিদি
- জিততে হলে আফগানদের বাকি ৩৫ ওভারে তুলতে হবে আর ১০০ রান
-
ICC World Cup 2023: আউট ইব্রাহিম
১১ ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানের উইকেট তুলে নিলেন রোলফ ভ্যান ডান মারউই। ২০ রান করে মাঠ ছাড়লেব ইব্রাহিম। ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে আফগানিস্তান।
-
ICC World Cup 2023: রান তাড়া করতে নামল আফগানরা
টার্গেট ১৮০। রান তাড়া করতে নামল আফগানিস্তান। ওপেনিংয়ে ইব্রাহিম জাদরান ও রহমানুল্লা গুরবাজ।
-
-
ICC World Cup 2023: ডাচদের ইনিংস শেষ
৪৬.৩ ওভারে ১৭৯ রান তুলে শেষ হল ডাচদের ইনিংস। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ১৮০ রান।
-
ICC World Cup 2023: হাফসেঞ্চুরি সিব্র্যান্ডের
৩২তম ওভারে পর পর ২টি চার মেরে, ৭৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ডাচ তারকা সিব্র্যান্ড এঞ্জেলব্রেট।
-
ICC World Cup 2023: নেদারল্যান্ডসের ষষ্ঠ উইকেটের পতন
সাকিব জুলফিকারের উইকেট তুলে নিলেন নুর আহমেদ। মাত্র ৩ রান করে ফিরলেন জুলফিকার।
-
ICC World Cup 2023: তৃতীয় উইকেট হারাল নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের তৃতীয় উইকেটের পতন। আফগানদের তৃতীয় সাফল্য এনে দিলেন রশিদ খান। তাঁর থ্রোয়ের ফলে রান আউট হলেন কলিন অ্যাকারম্যান।
-
ICC World Cup 2023: ডাচদের ১৫ ওভারের খেলা শেষ
ডাচদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। শুরুর ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে নেদারল্যান্ডস। ক্রিজে সিব্র্যান্ড ও কলিন। -
ICC World Cup 2023: মুজিবের সেঞ্চুরি!
ডাচদের ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে মুজিব উর রহমান তুলে নিলেন ওয়েসলি বারেসির উইকেট। এটি মুজিবের ওডিআই কেরিয়ারের ১০০তম উইকেট।
-
ICC World Cup 2023: ডাচদের ইনিংস শুরু
নেদারল্যান্ডসের ইনিংস শুরু। ওপেনিংয়ে ওয়েসলি বারেসি ও ম্যাক্স ও’ডড।
-
ICC World Cup 2023: ডাচদের একাদশ
এক ঝলকে দেখে নিন নেদারল্যান্ডসের একাদশ – ম্যাক্স ও’ডড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঞ্জেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডান মারউই, আর্য দত্ত, পল ভ্যান মিকেরেন।
Couple of changes in the XI as Saqib and van Der Merwe return. We have won the toss and will bat first.#NedvAfg #CWC23 pic.twitter.com/16rNdOTbJk
— Cricket🏏Netherlands (@KNCBcricket) November 3, 2023
-
ICC World Cup 2023: আফগানদের একাদশ
এক ঝলকে দেখে নিন আফগানিস্তানের একাদশ – রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নুর আহমেদ।
🚨 STARTING XI 🚨
We have got a solitary change from our previous game, with @Noor_Ahmad_15 coming in for Naveen Ul Haq. 👍#AfghanAtalan | #CWC23 | #AFGvNED | #WarzaMaidanGata pic.twitter.com/HDpcm5u5jf
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 3, 2023
-
ICC World Cup 2023: টস আপডেট
আফগানিস্তানের বিরুদ্ধে লখনউতে টস জিতলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ডাচ অধিনায়ক।
-
ICC World Cup 2023: আগ্রাসী ছকে কমলা-বধ চায় আফগানরা
Netherlands vs Afghanistan, ICC World Cup 2023: আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে লখনউতে জয়ের খোঁজেই নামবেন হসমতউল্লাহ শাহিদি, মুজিব উর রহমানরা। আফগানদের পকেটে রয়েছে ৬ পয়েন্ট। এই ম্যাচ জিতলে তা হবে ৮। রশিদরা যত এগোবেন, তত কিন্তু কঠিন হবে শেষ চারের অঙ্ক। নেদারল্যান্ডস ইডেনে তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। ফলে সহজে আফগানদের সামনে স্কট এডওয়ার্ডসের দল আত্মসমর্পন করতে চাইবে না।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023: আগ্রাসী ছকে কমলা-বধ চায় আফগানরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি…
-
ICC World Cup 2023: আফগানদের বিধ্বংসী ক্রিকেটের নেপথ্যে জাডেজা!
ICC World Cup 2023, Trott on Jadeja: বিশ্বকাপের আগে চমকে দেওয়া ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজাকে মেন্টর নিয়োগ করা হয়। নিজের ভূমিকায় জাডেজা যে সফল, বলাই যায়। শুরুটা ভালো না হলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। একের পর এক মুগ্ধকর পারফরম্য়ান্স। রাত পোহালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ। তার আগে আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট বলছেন…
পড়ুন বিস্তারিত – ICC World Cup: আফগানিস্তানের বিধ্বংসী ক্রিকেটের নেপথ্যে জাডেজা!
-
ICC World Cup 2023: আজ মুখোমুখি NED-AFG
লখনউতে আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস ও হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান।
Published On - Nov 03,2023 1:05 PM