IND vs NZ: আরব সাগরের তীরে ভারতীয় টিমের ভরাডুবি, জন্ম দিয়ে গেল একাধিক প্রশ্নের…
Team India: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের সিংহাসন থেকে দুইয়ে নেমে গিয়েছে রোহিতের দল। ক্রিকেট মহলে ভারতীয় টিমের কিউয়ি সিরিজে হার নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে। এই সিরিজ টিম ইন্ডিয়ার জন্য একাধিক প্রশ্ন সামনে এনে দিল।
কলকাতা: ক্রিকেটে বিশ্বে যে ভারতীয় টিম শাসন করেছে এতদিন, সেই দলই কিনা দেশের মাটিতে এ বার বিপর্যস্ত। নিউজিল্যান্ড ক্রিকেট টিম ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে। আরব সাগরের তীরে টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজ হারতেই চমকে গেল ক্রিকেট বিশ্ব। আর যার ফলে ভারতীয় টিম, ম্যানেজমেন্ট, কোচের ভূমিকা ও প্লেয়ারদের ফর্ম মিয়ে একাধিক প্রশ্নের জন্মও হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের সিংহাসন থেকে দুইয়ে নেমে গিয়েছে রোহিতের দল। ক্রিকেট মহলে ভারতীয় টিমের (Team India) কিউয়ি সিরিজে হার নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে। এই সিরিজ টিম ইন্ডিয়ার জন্য একাধিক প্রশ্ন সামনে এনে দিল। নিম্নে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
এক, ভারতীয় ক্রিকেটারদের ফোকাস কি এখন আইপিএল? কোন ক্রিকেটারের কত দর উঠতে পারে আইপিএল নিলামে, কোন টিম রিটেন করল কাকে? এসব নিয়ে ভাবনা চিন্তা সকল ভারতীয় ক্রিকেটারের মনেই ঘোরা ফেরা করে। গত এক সপ্তাহ ধরে এ নিয়ে কথা হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশন তালিকা প্রকাশের দিন। মুম্বই টেস্টের আগের মুহূর্ত অবধি বিরাট-রোহিতরাও আইপিএল নিয়ে কথা বলেছেন। ফলে এই টেস্ট সিরিজের মাঝে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ফোকাস যে আইপিএলেও ছিল, তা বলার অপক্ষা রাখে না।
দুই, ভারতীয় টিমে কি বদলের সময় এসেছে? গত এক যুগ যদি দেখা হয়, তা হলে দেখা যাবে ক্রিকেট বিশ্বে ভারতীয় টিমের দাপট। ২০০৩ সাল থেকে একটা লম্বা সময় ধরে টিম ইন্ডিয়া বিশ্ব ক্রিকেটে শাসন করে এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বিশ্বকাপ ফাইনালে ওঠা দিয়ে শুরুটা হয়েছিল। এরপর ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়। এরপর থেকেই ভারতকে সেরা টিম হিসেবে দেখা হয়েছে সারা বিশ্বে। এ বছর টি-২০ বিশ্বকাপও জিতেছে রোহিতের নেতৃত্বাধীন ভারত। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় টিমে পরিবর্তনের সম্ভবনা প্রবল ভাবে নাড়িয়ে দিচ্ছে। এই টিমে বিরাট-রোহিত-জাডেজা-রাহুল-অশ্বিনদের মতো সিনিয়র ক্রিকেটার নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি মহম্মদ সিরাজের ফর্ম নিয়েও প্রশ্ন উঠছে। দেশের এই ক্রিকেটারদের উপর ভরসা রাখা যাবে কিনা, তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁরা পারফর্ম করছেন মাঝে মাঝেই, কিন্তু তাঁদের উপর ভরসা করে কতদূর এগনো যাবে সেটা নিশ্চিত নয়। তাঁরাই যে ভবিষ্যৎ, সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না। কোচ গৌতম গম্ভীরকে যদি ভবিষ্যৎ ধরা হয়, তা হলে কেন পরিবর্তনের পথে হাঁটছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট?
অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা যখন ভারতীয় টিমের প্ল্যান থেকে বাদ পড়েছিলেন, তারপর শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল সুযোগ পেতে থাকেন। জাতীয় দলে সুযোগ পেলেও রাহানে-পূজারারা পারফর্ম্যান্সে তা ফুটিয়ে তুলতে পারছিলেন না। তাই ভারতীয় টিমে সুযোগ হারান। আর এই সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটে যদি কোনও পরিবর্তন হয়ে থাকে, তা হলে গিল ও যশস্বী এই দুই তরুণ ক্রিকেটারই। এই মুহূর্তে একাধিক ভারতীয় ক্রিকেটার দেশের হয়ে খেলার সুযোগের অপেক্ষায় রয়েছেন। সিনিয়ররা পারফর্ম করতে না পারার পরও কেন তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে না? উঠছে প্রশ্ন।
তৃতীয়, যে কোনও কোচ ভারতীয় টিমের দায়িত্ব নেওয়ার পর তারকাদের মন জুগিয়ে চলার চেষ্টা করেন। গৌতমও কি সেই চেষ্টা করছেন? গম্ভীরকে ভারতীয় ক্রিকেটে প্রতিবাদী, যুক্তিবাদী চরিত্র হিসেবে ধরা হয়। যিনি প্রতিবাদ করেন যুক্তি দিয়ে। তিনি যা বলতে চান, নিজের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন। সেখানে গৌতম যেখানে ড্রেসিংরুমে রয়েছেন, তারপরও কেন মেনে নিচ্ছেন সিনিয়ররা ফর্মে নেই, অথচ তরুণরা সুযোগ পাচ্ছেন না। কেন গৌতম বদলের পথে হাঁটছেন না?
আসন্ন অজি সফরের জন্য যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া, তাতে পরিবর্তনের সম্ভবনা নেই। বরং ওই টিম দেখে অনেকেই ভারতীয় টিমের অবনতির জায়গা দেখতে পাচ্ছে। এরই মাঝে অজি সফরে গিয়ে ভারতীয় টিমের একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলার কথা ছিল। তা বাতিল করে দিয়েছে টিম। এতটা আত্মবিশ্বাসের সঙ্গে ভারতীয় টিম এগোচ্ছে, যাতে হারতেও যেন কিছু যায় আসে না। এই মানসিকতাই ভারতীয় টিমকে বিশ্বক্রিকেটে ব্যাকফুটে ঠেলে দেবে না তো! এই প্রশ্নও উঁকি দিচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে।