IPL 2022: দুঃস্বপ্ন তাড়া করছে বিরাটকে

আইপিএলে এই নিয়ে ৬ বার প্রথম বলে আউট হলেন বিরাট কোহলি। তার মধ্যে ৩ বারই এ বারের আইপিএলে।

IPL 2022: দুঃস্বপ্ন তাড়া করছে বিরাটকে
ধারাবাহিক ব্যর্থ বিরাট কোহলি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2022 | 4:28 PM

মুম্বই: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফিরছিলেন। ধীরে ধীরে রান পাওয়া শুরু করেছিলেন। গত ম্যাচে ৩০ আর তার আগের ম্যাচেই হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। কিন্তু আবারও খারাপ ফর্ম তাঁর পিছু নিল। আইপিএলে (IPL 2022) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে গোল্ডেন ডাক বিরাট কোহলি (Virat Kohli)। খেলা শুরুর প্রথম বলেই আউট রানমেশিন। সুচিথের বল ফ্লিক করতে গিয়ে সোজা কেন উইলিয়ামসনের হাতে। ঠিক যেন দুঃস্বপ্নের মতো কাটছে। এ বারের আইপিএলে এই নিয়ে তিন বার প্রথম বলেই আউট হলেন কোহলি। তার মধ্যে পরপর দুটো ম্যাচে প্রথম বলে আউট হন। প্রথম বলে আউট হওয়ার পর স্তম্ভিত হয়ে যান বিরাট। একরাশ হতাশা নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান কোহলি।

আইপিএলে এই নিয়ে ৬ বার প্রথম বলে আউট হলেন বিরাট কোহলি। তার মধ্যে ৩ বারই এ বারের আইপিএলে। একনজরে দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান:

আইপিএলে ‘ডাক’ বিরাট

  • ২০০৮ সালে বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আশিস নেহরার বলে আউট।
  • ২০১৪ সালে বেঙ্গালুরুতে পঞ্জাব কিংসের সন্দীপ শর্মার বলে আউট।
  • ২০১৭ সালে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাথান কুল্টার-নাইলের বলে আউট।
  • ২০২২ সালে মুম্বইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুশমন্ত চামিরার বলে আউট।
  • ২০২২ সালে মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মার্কো জেনসেনের বলে আউট।
  • ২০২২ সালে মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জগদীশ সুচিথের বলে আউট।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এ বারের আইপিএলে দুটো ম্যাচেই ডাক আউট হলেন বিরাট কোহলি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ২১৬ রান করেছেন বিরাট কোহলি। ব্যাটিং গড় ২১.৬০। সর্বোচ্চ ৫৮। এখনও পর্যন্ত ছয় মেরেছেন ৪টে, আর চার মেরেছেন ২০টা। আইপিএলের প্রথম সংস্করণের পর এত খারাপ ব্যাটিং গড় দেখা যায়নি কোহলির। যদিও প্রথম আইপিএলে সব ম্যাচ খেলেননি তিনি। চলতি আইপিএলে বিরাটের প্রতি ম্যাচে স্কোর ৪১ নট আউট, ১২, ৫, ৪৮, ১, ১২, ০, ০, ৯, ৫৮, ৩০, ০।

আরও পড়ুন: IPL 2022: বায়ো বাবল ভেঙে দেশে ফিরলেন পিঙ্ক আর্মির শিমরন হেটমায়ার, কেন জানেন?