সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হয়েছে। দেশে ফিরেছে ভারতীয় টিম। অস্ট্রলিয়া সফরে সুযোগ পাওয়া ক্রিকেটারদের অনেকেই থাকবেন বিশ্রামে। অনেকে নেমে পড়বেন ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে। নকআউট পর্বের ম্যাচে বিজয় হাজারেতে যোগ হবে বেশ কিছু বড় নাম। মূলত যাঁরা অস্ট্রেলিয়ায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তাঁদেরই দেখা যাবে। অনেকে এক ম্যাচেও খেলেননি। কেউ আবার পরিবর্ত ফিল্ডার নেমেছেন। নকআউট পর্বে কোন বড় নাম দেখা যাবে বিজয় হাজারে ট্রফিতে?
বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে কাল নামছে বাংলা। অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট স্কোয়াডে ছিলেন বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও আকাশ দীপ। প্রথম জন অবশ্য এ বারও টেস্ট অভিষেকের সুযোগ পাননি। সিডনি টেস্টে বুমরা চোটে মাঠ ছাড়ায় পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন অভিমন্যু। আকাশ দীপ খেলার সুযোগ পেয়েছিলেন। পিঠের চোটে শেষ ম্যাচে খেলতে পারেননি। তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব হবে। হরিয়ানার বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে অভিমন্যুকে পাবে বাংলা। সরাসরি বরোদায় টিমের সঙ্গে যোগ দেবেন এই ওপেনার।
অস্ট্রেলিয়ায় শুধুমাত্র সিডনি টেস্টে খেলা প্রসিধ কৃষ্ণও ফিরছেন ঘরোয়া ওয়ান ডে-তে। সিডনিতে ভালো পারফর্ম করেছেন প্রসিধ। তাঁকে কর্নাটকের হয়ে খেলতে দেখা যাবে। তাদের আরও দুই প্লেয়ার দেবদত্ত পাড়িক্কাল ও লোকেশ রাহুল ছিলেন। রাহুল অবশ্য বিশ্রামে থাকবেন। দেবদত্তকে পাবে কর্নাটক। অফস্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে অবশ্য নকআউটের শুরুতেই পাওয়া যাবে না। তামিলনাডু সেমিফাইনালে উঠলে সেই পর্ব থেকে খেলবেন ওয়াশিংটন।
সদ্য ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর মন্তব্য করেছেন, যে সমস্ত প্লেয়াররা নিজেদের টেস্ট ক্রিকেটে দেখতে চায়, তারা যেন সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেটে নেমে পড়ে। সেই নির্দেশ ভুলছেন না প্রসিধ, অভিমন্যুরা।