Punjab Kings IPL 2022 Auction: তারুণ্যে ফোকাস করে নিলামে বসবে পঞ্জাব

Punjab Kings IPL 2022 Auction in Bengali: তিনটে জিনিসের উপর চোখ থাকবে তাদের। এক, ওপেনার হিসেবে মায়াঙ্ক যথেষ্ট সাফল্য পেয়েছেন গত দুটো মরসুম। তাঁর পার্টনার ঠিকঠাক খুঁজে বের করা। ডেভিড ওয়ার্নার যে কারণে তাদের টার্গেট। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন যাতে তৈরি করা যায়। মিডল অর্ডার ঢেলে সাজাতে চাইছে তারা।

Punjab Kings IPL 2022 Auction: তারুণ্যে ফোকাস করে নিলামে বসবে পঞ্জাব
Punjab Kings IPL 2022 Auction: তারুণ্যে ফোকাস করে নিলামে বসবে পঞ্জাব
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 9:55 AM

কলকাতা‌: এই প্রথম প্রীতি জিন্টাকে দেখা যাবে না আইপিএলের নিলামে (IPL 2022 Auction)। পারিবারিক কারণে তিনি যোগ দিতে পারছেন না, তা নিজেই জানিয়ে দিয়েছেন। প্রীতি নন, পঞ্জাব কিংস (Punjab Kings) দুটো কারণে আলোচনার কেন্দ্র। নিলামের ঠিক ২০ ঘণ্টা আগে হঠাৎই পদত্যাগ করেছেন টিমের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। কেন, তা জানা না গেলেও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা পরিষ্কার। সেই কারণেই নিজেকে সরিয়ে নিলেন তিনি। সেই সঙ্গে, পঞ্জাবের আইপিএলের টিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা তাদের পার্সে রয়েছে। নিলামে ৭২ কোটি টাকা নিয়ে বসবেন অনিল কুম্বলেরা। নিলাম থেকে টিম গোছানোই যে লক্ষ্য, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও একটা ব্যাপার নিয়ে প্রশ্ন থাকছে। মাত্র দু’জনকে রিটেইন করেছে পঞ্জাব। মায়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং। মায়াঙ্ককে ১৪ কোটি টাকা দিয়ে রিটেইন করা হয়েছে। অর্শকে দেওয়া হয়েছে ৪ কোটি। কিন্তু মায়াঙ্কের উপর অধিনায়ক হিসেবে কি আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট? যা শোনা যাচ্ছে, নতুন মরসুমের জন্য ক্যাপ্টেনও খুঁজবে পঞ্জাব।

প্রতিবার সাড়া জাগিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত হাতে পেন্সিলই থেকে যায় পঞ্জাবের। জিততে জিততে হেরে বসে প্রীতির টিম। গত বারও তাই হয়েছে। অর্ধেকরও বেশি ম্যাচ হেরে গিয়েছিল লোকেশ রাহুলের ক্যাপ্টেন্সিতে। রাহুলকে পঞ্জাব রাখতে চাইলেও তিনি রাজি হননি। তার পর থেকেই টিমের খোলনলচে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অনিল কুম্বলেরা। তিনটে জিনিসের উপর চোখ থাকবে তাদের। এক, ওপেনার হিসেবে মায়াঙ্ক যথেষ্ট সাফল্য পেয়েছেন গত দুটো মরসুম। তাঁর পার্টনার ঠিকঠাক খুঁজে বের করা। ডেভিড ওয়ার্নার যে কারণে তাদের টার্গেট। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন যাতে তৈরি করা যায়। মিডল অর্ডার ঢেলে সাজাতে চাইছে তারা। শ্রেয়স আইয়ারকেও দিল্লি ক্যাপিটালস রাখেনি। আইপিএলে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে তাঁর। সেটা কাজে লাগানো যেতে পারে, যদি নিলাম থেকে তাঁকে তুলতে পারে পঞ্জাব।

গত কয়েক বছর ধরে তারকা ক্রিকেটারদের উপরেই বেশি ফোকাস করেছে পঞ্জাব। কিন্তু তাঁরাও টিমকে টানতে পারেননি। আইপিএল ১৫-তে নতুন ভাবনা নিয়ে নামতে চাইছে পঞ্জাব। এমন একটা টিম বানানো তাদের লক্ষ্য, যে টিমে তারুণ্যই বেশি থাকবে। তাঁদের এগিয়ে নিয়ে যাবেন কিছু সিনিয়র। এই তরুণ টিম ভবিষ্যতে যাতে সাফল্য দেয় পঞ্জাবকে। দীর্ঘমেয়াদি সাফল্যের খোঁজেই এ বারের টিম বানানো নীলনকশা বানিয়েছে পঞ্জাব। সেই কারণেই নিলামে তরুণ ক্রিকেটারদের দিকেই বেশি নজর দেওয়া হবে। হাতে বেশি টাকা থাকায় এই কাজ করতে তাদের অসুবিধা হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:  IPL 2022 Auction, Day 1, Live: নজর রাখুন আইপিএলের মেগা নিলামের প্রথম দিনের লাইভ আপডেটে

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা