Shreyas Iyer: ক্যাপ্টেনের গোল্ডেন ডাক, বিধ্বংসী সেঞ্চুরিতে ‘বার্তা’ শ্রেয়স আইয়ারের
Ranji Trophy 2024-25: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন। চোটের কারণে পুরো সিরিজে খেলা হয়নি। এরপর থেকে ওয়েটিং লিস্টেই রয়েছেন। রঞ্জি ট্রফিতে গত ম্যাচে ব্যক্তিগত কারণে খেলেননি। ওড়িশার বিরুদ্ধে ফিরেই বিধ্বংসী সেঞ্চুরি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আর চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। যদিও ক্যাপ্টেনকে রিটেন করেনি কেকেআর। এর নেপথ্যে দর না মেলাই কারণ বলে উঠে এসেছে। আইপিএলের মেগা অকশনে উঠতে চলেছেন শ্রেয়স। একই সঙ্গে তাঁর লক্ষ্য ভারতীয় টেস্ট টিমেও কামব্যাক করা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন। চোটের কারণে পুরো সিরিজে খেলা হয়নি। এরপর থেকে ওয়েটিং লিস্টেই রয়েছেন। রঞ্জি ট্রফিতে গত ম্যাচে ব্যক্তিগত কারণে খেলেননি। ওড়িশার বিরুদ্ধে ফিরেই বিধ্বংসী সেঞ্চুরি। যেন জোড়া বার্তা দিলেন শ্রেয়স আইয়ার।
শর্ট পিচের ডেলিভারির বিরুদ্ধে শ্রেয়সের দুর্বলতা বারবার ধরা পড়েছে। তা নিয়ে অতীতে কাজও করেছেন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। সমস্যা পুরোপুরি মেটেনি। তবে অনেকটাই যে কাটিয়ে উঠেছেন সেঞ্চুরির ইনিংসেই পরিষ্কার। ওড়িশার বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত হয়েছিল মুম্বইয়ের। গত মরসুমে কেকেআরে খেলা ওপেনার অঙ্গকৃষ রঘুবংশী অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ৯২ রানেই ফেরেন এই তরুণ ওপেনার। রঘুবংশী ফিরতেই সবচেয়ে বড় ধাক্কা। গোল্ডেন ডাক ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে।
সিদ্ধেশ লাডের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন শ্রেয়স আইয়ার। ভারতীয় দল বর্তমানে টেস্টে আগ্রাসী ব্যাটিং করে। শ্রেয়স যেন নিজেকে সেরকমই তৈরি করেছেন। সেঞ্চুরি পূর্ণ করেন ১০১ বলে। এর মধ্যে ১৪টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মারেন। একদিকে যেমন টেস্ট স্কোয়াডে জায়গা ফিরে না পাওয়ার হতাশা, অন্য দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শ্রেয়সের কাছে এখন রঞ্জি ট্রফিই সিঁড়ি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নজর থাকবে। যদিও আইপিএল অকশনের আগে সেখানে যোগ্যতা প্রমাণের খুব বেশি সুযোগ নেই।