কলকাতা: সময়টা সত্যিই খারাপ যাচ্ছে বিরাট কোহলির। একে রান নেই ব্যাটে। তার উপর টিম ইন্ডিয়ার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার। সব মিলিয়ে বিরাটকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকে। পুরো কেরিয়ার জুড়ে বারবার বিতর্কে পড়েছেন কিং কোহলি। ব্যাটেই জবাব দিয়েছেন সে সবের। এ বার যেন সেই লড়াকু ক্রিকেটারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ক’দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। ৩৪ বছর পর ৫ টেস্টের সিরিজ হবে। কিন্তু তার আগে বিরাট যেন চাপের পাহাড়ে দাঁড়িয়ে। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ের খাতায় বিরাটের চরম অবনতি হয়েছে। যা এর আগে কখনও হয়নি।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ২০ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। গত এক দশকে যা দেখা যায়নি। ২০১৪ সালের অগাস্ট মাসে শেষবার ২০র বাইরে ছিলেন বিরাট। ইংল্যান্ড সফরে খুব খারাপ খেলেছিলেন। তারই ফলে প্রথম ২০ থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু সেই অতীত বিরাট ভুলিয়ে দিয়েছিলেন দ্রুত। এই বিরাট কিন্তু আগের মতো ধারালো নন। রানের খিদে আগের মতো নেই। ধারাবাহিকতাও কমেছে। ফলে, বিরাটকে নিয়ে চিন্তা প্রকাশ করছেন অনেকেই। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে নিজেকে তুলে ধরতে না পারলে কিন্তু টেস্ট টিমে নিজের জায়গা অটুট রাখা কঠিন হবে বিরাটের। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাও ২ ধাপ পড়েছেন। ২৪ থেকে ২৬য়ে নেমে গিয়েছেন তিনি।
ভারতের অন্যতম সেরা ক্রিকেটার যখন চাপে, তখন কিন্তু প্রথম ১০-এ ঢুকে পড়লেন ভারতের এক তরুণ ক্রিকেটার। দুর্ঘটনার পর মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। টেস্ট টিমেও ফিরে পেয়েছেন নিজের জায়গা। সেই আগ্রাসী মোডেই ব্যাট করছেন পন্থ। নিউজিল্যান্ড সিরিজেও চমৎকার পারফর্ম করেছেন। ১১ থেকে ছয়ে ঢুকে পড়েছেন পন্থ। তাঁর সঙ্গে উত্থান হয়েছে শুভমন গিলেরও। ২০ থেকে ১৬তে উঠেছেন তিনি।