Rohit Sharma: সচিন, সানির পর হিটম্যান… ‘কিংবদন্তি’র জন্য তৈরি হচ্ছে স্ট্যান্ড!
২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল রোহিত শর্মার। ২০২২ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকার, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাসকর এবং বিজয় মার্চেন্টের পর এ বার রোহিতের নামে স্ট্যান্ড হতে চলেছে।

কলকাতা: পৃথিবীর বিভিন্ন দেশের স্টেডিয়ামে কিংবদন্তি প্লেয়ারে, ক্রীড়া প্রশাসক, অথবা সমাজের নামকরা মানুষদের নামে স্ট্যান্ডের নামকরণ হয়। তাঁদের কৃতিত্বকে চিরস্মরণীয় রেখে দেওয়ার জন্য। সম্মান দেওয়ার জন্য। ঠিক সেই ভাবেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নামে একটি স্ট্যান্ডের নামকরণ করতে চলেছে। সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকর এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারের নামেও নতুন স্ট্যান্ডের নামকরণ নামাঙ্কিত হবে।
দিবেচা প্যাভিলিয়নের লেভেল ৩-এর নামকরণ করা হবে রোহিত শর্মা স্ট্যান্ড। গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৩-এর নামকরণ হবে শরদ পাওয়ারের নামে। এবং গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪-এর নামকরণ করা হবে অজিত ওয়াদেকরের নামে। মঙ্গলবার অনুষ্ঠিত এমসিএ-এর ৮৬তম বার্ষিক সাধারণ সভায় স্ট্যান্ডগুলির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়ক বলেছেন, “এই সিদ্ধান্তগুলি মুম্বই ক্রিকেটের কিংবদন্তিদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে। শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য এতে উদ্বুদ্ধ হবে।”
এই খবরটিও পড়ুন




𝐀 𝐭𝐫𝐢𝐛𝐮𝐭𝐞 𝐟𝐢𝐭 𝐟𝐨𝐫 𝐌𝐮𝐦𝐛𝐚𝐢’𝐬 𝐯𝐞𝐫𝐲 𝐨𝐰𝐧 🫶
Wankhede to have a stand named after Rohit Sharma! 🙌#RohitSharma #MCA #Mumbai #Cricket #BCCI pic.twitter.com/BLcHEk82Ir
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) April 16, 2025
২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল রোহিত শর্মার। ২০২২ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকার, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাসকর এবং বিজয় মার্চেন্টের পর এ বার রোহিতের নামে স্ট্যান্ড হতে চলেছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এ বছরের মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁরই নেতৃত্বে জিতেছে ভারত। তিনি মুম্বইয়ের হয়ে মোট ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৭টি একদিনের ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।





