IND vs SL: ভিডিয়ো: দু’বার ফলস স্টার্ট, সুন্দরের দিকে তেড়ে গেলেন রোহিত শর্মা!

Rohit Sharma: মাঝে মাঝে ভারত অধিনায়ক রোহিত শর্মা এমন কাণ্ড করেন, যা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়। অনেক সময় স্টাম্প মাইকে তাঁর বলা নানা কথাও ভাইরাল হয়। এ বার হঠাৎ অগ্নিশর্মা হলেন রোহিত শর্মা। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

IND vs SL: ভিডিয়ো: দু'বার ফলস স্টার্ট, সুন্দরের দিকে তেড়ে গেলেন রোহিত শর্মা!
IND vs SL: ভিডিয়ো: দু'বার ফলস স্টার্ট, সুন্দরের দিকে তেড়ে গেলেন রোহিত শর্মা!Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 6:45 PM

কলকাতা: বাইশ গজে বিরাট কোহলি, রোহিত শর্মার নানা কাণ্ড প্রায়ই নেটদুনিয়ায় ভাইরাল হয়। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ছিল ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় ওডিআই ম্যাচ। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় বিরাট কোহলিকে অসমের বিহু নাচ করতে দেখা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। রোহিত শর্মারও (Rohit Sharma) এক ভিডিয়ো ছড়িয়েছে নেটদুনিয়ায়। মাঝে মাঝে ভারত অধিনায়ক এমন কাণ্ড করেন, যা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়। অনেক সময় স্টাম্প মাইকে তাঁর বলা নানা কথাও ভাইরাল হয়। এ বার হঠাৎ অগ্নিশর্মা হলেন রোহিত শর্মা। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কোন কারণে রেগে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

আসলে শ্রীলঙ্কার ইনিংস চলাকালীন দু’বার ফলস স্টার্ট করেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। প্রথম বার সুন্দর ফলস স্টার্ট করার পর কোনও ভারতীয় ক্রিকেটারের রিঅ্যাকশন দেখা যায়নি। কিন্তু ওয়াশিংটন সুন্দর পরপর দু’বার ফলস স্টার্ট করতেই তাঁর দিকে তেড়ে আসেন ভারত অধিনায়ক। দেখে মনে হয় সুন্দরকে মারতে যাচ্ছেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। অবশ্য রোহিতের মুখে সেই সময় হালকা হাসি দেখা যায়। তাতে বোঝাই যায়, যে মজার ছলেই সুন্দরের দিকে তেড়ে গিয়েছিলেন রোহিত। ওই ভিডিয়োর কমেন্ট সেকশন মজার মজার কমেন্টে ভরেছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ওয়াশিংটন সুন্দর ভালো বোলিং করেন। তিনি ১০ ওভার বল করে ৩ ইকোনমিতে ৩টি উইকেট নেন। পরে ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ১৫ রান করেন সুন্দর। শ্রীলঙ্কার দেওয়া ২৪১ রানের টার্গেট তাড়া করতে পারেনি ভারত। ২০৮ রানে গুটিয়ে যায় মেন ইন ব্লু। ফলে ৩২ রানে জয় শ্রীলঙ্কার। বুধবার রয়েছে সিরিজের শেষ ম্যাচ। তাতে ভারত জিতলে সিরিজ ড্র হবে।