Ravichandran Ashwin: ভিডিয়ো: দ্রাবিড়ের হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাড়তি উচ্ছ্বাসে ভাসলেন রবিচন্দ্রন অশ্বিন

Watch Video: টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিন্ডিগুল ড্রাগনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান তোলে লাইকা কোভাই কিংস। গত বারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারান রবি অশ্বিন-বাবা ইন্দ্রজিৎরা।

Ravichandran Ashwin: ভিডিয়ো: দ্রাবিড়ের হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাড়তি উচ্ছ্বাসে ভাসলেন রবিচন্দ্রন অশ্বিন
Ravichandran Ashwin: ভিডিয়ো: দ্রাবিড়ের হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাড়তি উচ্ছ্বাসে ভাসলেন রবিচন্দ্রন অশ্বিন
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 8:05 PM

কলকাতা: ফাইনালের মঞ্চ মানেই রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বল হাতে জ্বলে ওঠার পালা। এ দৃশ্যই কাঙ্খিত। কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ফাইনালে এ বার অন্য ছবি দেখা গেল। বল হাতে অশ্বিন আটোসাঁটো বোলিং করলেন বটে, কিন্তু উইকেট পাননি। কিন্তু দলের ক্যাপ্টেন বলে কথা, মান তো রাখতেই হত। ব্যাট হাতে দাপট দেখালেন ডিন্ডিগুল ড্রাগনের ক্যাপ্টেন অশ্বিন। তাঁর হাফসেঞ্চুরিতে ভর করেই প্রথম বার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে ডিন্ডিগুল ড্রাগন (Dindigul Dragons)। ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেন অশ্বিন। আর উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা যায় ডিন্ডিগুল ড্রাগনের সকল প্লেয়ারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিন্ডিগুল ড্রাগনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান তোলে লাইকা কোভাই কিংস। গত বারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারান রবি অশ্বিন-বাবা ইন্দ্রজিৎরা। ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জিতে যায় অশ্বিনের দল। ৪৬ বলে ৫২ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান রবিচন্দ্রন অশ্বিন।

ডিন্ডিগুল ড্রাগন চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের ট্রফি তুলে দিতে মঞ্চে আসেন রাহুল দ্রাবিড়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে রাহুল দ্রাবিড়ের হাত থেকে ট্রফি নেওয়ার সময় প্রথমে তাঁকে কিছু বলেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর ট্রফিটি নিয়ে সতীর্থদের হাতে তুলে দেন অশ্বিন।