কলকাতা: সত্যি বলি… এই অনুভূতি বলে বোঝানো কঠিন। এমন কথাই শোনা গেল ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মার মুখে। ১৯৮৩ সালে কপিল দেব ভারতকে প্রথম ওডিআই বিশ্বকাপ জিতিয়েছিলেন। এরপর ২০০৭ ও ২০১১ সালে যথাক্রমে টি-২০ ও ওডিআই বিশ্বকাপ ট্রফি ভারতকে এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এ বার কপিল-ধোনিদের এলিট লিস্টে নাম জুড়ল রোহিত শর্মার। গত কয়েক বছরের পরিশ্রমের ফল এই বিশ্বকাপ জয়। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রোহিত এ কথাই বলে গেলেন। বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালের পর রোহিত যখন নিজের অনুভূতি, দলের সকলের অবদানের কথা বলছিলেন সেই সময় হঠাৎ হাঁকডাক দিতে থাকেন হার্দিক পান্ডিয়া।
দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৭ রানে হারিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারত প্রথম টিম, যারা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল। ম্যাচের শেষে রোহিত বলেন, ‘গত ৩-৪ বছরে আমরা যা করেছি, সেটা ছোট্ট করে বলাটা কঠিন। এই সাফল্যের পিছনে অনেক কিছুর অবদান রয়েছে। চাপ নিয়েও যে ভাবে খেলে সফল হতে হয়, দলের ছেলেরা সেটা দেখিয়েছে। আমরা প্রবল ভাবে ম্যাচটা জিততে চাইছিলাম। দলের সকলের পরিশ্রমের ফল পাওয়া গেল। টিমের জন্য আমি গর্বিত। ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে হয়। তারা আমাদের উপর ভরসা রেখেছে এবং স্বাধীন ভাবে খেলার সুযোগ দিয়েছে।’
বিরাট কোহলি টি-২০ কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন। ফাইনাল ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি। আর রোহিতের কাছে এমন সময় তাঁকে নিয়ে প্রশ্ন আসবে না, তা হয়! এল সেই প্রশ্ন। উত্তরে রোহিত বলেন, ‘বিরাট কোহলিকে নিয়ে আমরা কেউ চিন্তায় ছিলাম মা। ও গত ১৫ বছর ধরে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। ফাইনালের মতো মঞ্চে ও আরও একবার নিজেকে প্রমাণ করল। দলগত চেষ্টার ফল পেয়েছি আমরা। এই উইকেট ফ্রি হয়ে ব্যাট করার মতো নয়। কিন্তু ও দারুণ খেলল। এত বছরের অভিজ্ঞতার ফল। অক্ষরের ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ।’
দলের বোলারদের প্রশংসাও করেন রোহিত। পুরো বিশ্বকাপ জুড়ে নিউ ইয়র্ক ও ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেট টিমকে সমর্থন করতে যে দর্শকরা এসেছিলেন, তাঁদের ধন্যবাদ জানান রোহিত। ভারতে রাত জেগে ম্যাচ দেখা ক্রিকেট প্রেমীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান হিটম্যান।
রোহিত যখন খুশি প্রকাশ করতে ব্যস্ত সেই সময় হাঁকডাক শুরু করেন হার্দিক। কারণ? আসলে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পুরো টিমের পরিশ্রমের কথা বলছিলেন। সঞ্চালকের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রোহিত। সেই সময় ভারতের বাকি ক্রিকেটাররা চ্যাম্পিয়নের মেডেল পরে রোহিতের ট্রফি আনার অপেক্ষা করছিলেন। একে ১৭ বছরের প্রতীক্ষা, তা আর লম্বা করতে চাননি হার্দিক। তাই ইশারা করে রোহিতকে ট্রফি আনার জন্য ডাকেন। সঞ্চালক সেই বার্তা রোহিতকে জানানও।